- প্রচ্ছদ রচনা
- মার্চ ১১, ২০২২
কোনও প্রকল্প বন্ধ হবে না, বাজেট প্রস্তাবের পর রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রী মমতার
অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিজেপির হট্টগোলের মাঝেই বাজেট পেশ করলেন । কিছুই নেই এই বাজেটে--- দাবি তুলে বিক্ষোভ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ।
শুক্রবার বিধানসভায় বাজেট পেশের পর সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘ভারতবর্ষের একমাত্র রাজ্য বাংলাতেই সরকারি কর্মচারিদের পেনশন দেওয়া হয় । ওরা বড় বড় কথা বলে। বিজেপির সরকার যেসব রাজ্যে, একটাতেও তো পেনশন দেওয়া হয় না। ওরা আবার বড় বড় কথা বলে।’ আমাদের অনেক প্রকল্প ইতিমধ্যেই চলছে। এমন কোনও সেক্টর নেই যেখানে প্রকল্প নেই। সেগুলি চলবে । মোট বাজেট বরাদ্দ ৩.৮ গুণ বেড়েছে । কোন প্রকল্পই বন্ধ হবে না।
রাজস্ব আদায় ৩.৭৬ গুণ বেড়েছে। করোনা, ইয়াস, আমফান সত্ত্বেও আমরা আয় ৩.৩৬ গুণ বাড়াতে পেরেছি। সোশাল সার্ভিস সেক্টরে বরাদ্দ ১০.৭ , কৃষি বিভাগে ৩৩.২, উচ্চ শিক্ষা দফতরের জন্য ২৫.৪ , স্বাস্থ্য ও জনকল্যাণ বিভাগে ১৯.৩, নারীকল্যাণে ১৭.৫ গুণ গুণ বেড়েছে বাজেট বরাদ্দ । প্রসঙ্গত, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিরোধীদের উত্তেজনার মাঝেই বেশ কিছুক্ষণ বাজেট পড়েন । এরপরই অধিবেশন ওয়াকআউট করে বিজেপি। মুখ্যমন্ত্রীর লেখা কবিতা পাঠ করে বাজেট পেশ শেষ করেন চন্দ্রিমা ।
সদ্যই অর্থদপ্তরের পূর্ণ দায়িত্ব পেয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্যে এই প্রথম কোনও মহিলা অর্থমন্ত্রী পড়লেন বাজেট। শুক্রবার নির্ধারিত সময়ে বিধানসভায় পৌঁছন চন্দ্রিমা। বাজেট পেশের আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। বলেন, ‘আমাদের মুখ্যমন্ত্রী বরাবরই ইতিহাস তৈরি করেছেন । তিনি যে আমাকে বাজেট পেশ করার এই সুযোগ দিয়েছেন, সেটা আমার কাছে এমন এক মুহূর্ত বলে বোঝাতে পারব না। আমি তাঁকে শ্রদ্ধা জানাই ।’
নির্ধারিত সময়ে অর্থাৎ বেলা ২ টোয় চন্দ্রিমা ভট্টাচার্য শুরু করেন বাজেট পেশ। ঠিক ১৪ মিনিটের মাথায় বিক্ষোভ শুরু করে বিজেপি। তা সত্ত্বেও গলা চড়িয়ে বাজেট পড়তে থাকেন অর্থমন্ত্রী। এদিকে সুর চড়াতে থাকে বিজেপিও। ওঠে স্লোগান। পালটা স্লোগান তোলে তৃণমূল। বিজেপিকে থামতে অনুরোধ করেন স্পিকার। সবমিলিয়ে তীব্র হট্টগোল শুরু হয় বিধানসভায়। এদিকে মাঝে মাঝে বাজেটের সমর্থন করে ট্রেজারি বেঞ্চ। বাজেট পড়া শেষ হওয়ার আগেই অধিবেশন ওয়াক আউট করে বিজেপি। বিরোধী শূন্য কক্ষে বাজেট পড়েন অর্থমন্ত্রী। মু্খ্যমন্ত্রীর কবিতার মাধ্যমে বাজেট শেষ করেন চন্দ্রিমা। এবার ২৮, ২৭৯ কোটি টাকা ঘাটতি বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী।
বাজেট পেশের পরই সরকারকে তুলোধোনা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাজেটে কোনও কিছুই নেই বলে দাবি করেন তিনি। বিধানসভা চত্বরে চলে স্লোগান। সব মিলিয়ে উত্তাল হয়ে ওঠে বিধানসভা।
❤ Support Us