Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ৬, ২০২৪

ভারতীয় ‘‌এ’‌ দলের নেতৃত্বে বাংলার অভিমন্যু ঈশ্বরণ

আরম্ভ ওয়েব ডেস্ক
ভারতীয় ‘‌এ’‌ দলের নেতৃত্বে বাংলার অভিমন্যু ঈশ্বরণ

সৌরভ গাঙ্গুলির পর বাংলা থেকে আরও একজন ভারতীয় দলের অধিনায়ক। তবে সিনিয়র দলের নয়। ভারতীয় ‘‌এ’‌ দলের অধিনায়ক করা হল অভিমন্যু ঈশ্বরণকে। এ মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত। সেই সিরিজের আগে ইংল্যান্ড লায়ন্স ভারতীয় ‘‌এ’‌ দলের বিরুদ্ধে দুটি চারদিনের ম্যাচ খেলবে। ভারতীয় ‘‌এ’‌ দলের নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে অভিমন্যু ঈশ্বরণের হাতে। দলে সুযোগ পেয়েছেন বাংলার আকাশ দীপও।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় টেস্ট দলের সঙ্গেই ছিলেন অভিমন্যু ঈশ্বরণ। ঋতুরাজ গায়কোয়াড় চোট পেয়ে দেশে ফিরে আসার পর তাঁকে ব্যাকআপ ওপেনার হিসেবে রাখা হয়েছিল। তিনি ভারতীয় দলে থাকায় রনজি ট্রফির প্রথম ম্যাচে অভিন্যুকে পায়নি বাংলা। এবার ভারতীয় ‘‌এ’‌ দলের অধিনায়ক হওয়ায় চলতি মাসে রনজি ম্যাচে তাঁকে পাওয়া যাবে না। আকাশ দীপ বাংলার হয়ে অন্ধ্রের হয়ে রঞ্জি ম্যাচ খেলছেন। এই ম্যাচ খেলেই তিনি ভারতীয় ‘‌এ’‌ দলের সঙ্গে যোগ দেবেন। অভিমন্যুর সঙ্গে আকাশকেও পরের ২টি রনজি ম্যাচে পাবে না বাংলা।

ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ভারতীয় ‘‌এ’‌ দলে সুযোগ পেয়েছেন:‌ অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), সাই সুদর্শন, রজত পতিদার, সরফরাজ খান, প্রদোষ রঞ্জন পাল, কেএস ভরত (উইকেটকিপার), মানব সুতার, পুলকিত নারাং, নভদীপ সাইনি, তুষার দেশপাণ্ডে, বিদ্ব্যথ কাভেরাপ্পা, ধ্রুব জুরেল (উইকেটকিপার), আকাশ দীপ। দুটি ম্যাচই হবে আমেদাবাদে। দু–দিনের ওয়ার্ম আপ ম্যাচ হবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের গ্রাউন্ড ‘‌বি’–‌তে। ১৭ জানুয়ারি থেকে ভারতীয় ‘‌এ’‌ বনাম ইংল্যান্ড লায়ন্স চারদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!