- মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ২০, ২০২২
অনুষ্টুপের দুরন্ত সেঞ্চুরি। হিমাচলের বিরুদ্ধে বিপর্যয় কাটিয়ে উঠল বাংলা

৪৪ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলা। অধিনায়ক মনোজ তেওয়ারিসহ প্রথম সারির সব ব্যাটারই সাজঘরে ফিরে গেছেন। হিমাচল প্রদেশের বিরুদ্ধে ১০০ রানের গন্ডি পার করতে পারবে তো বাংলা ? কালো মেঘ ঘনিয়ে এসেছিল বাংলা শিবিরের ওপর। চরম বিপর্যয়ের মুখে জ্বলে উঠল অনুষ্টুপ মজুমদারের ব্যাট। তাঁর দুরন্ত ব্যাটিংয়ের ওপর ভর করে হিমাচল প্রদেশের বিরুদ্ধে রনজি ম্যাচের প্রথম দিনে বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়াল বাংলা। প্রথম দিনের শেষে বাংলার সংগ্রহ ৯ উইকেটে ৩১০। ১৫৯ রানে ক্রিজে রয়েছেন অনুষ্টুপ মজুমদার।
টস জিতে ইডেনের ঘাসের উইকেটে বাংলাকে প্রথমে ব্যাট করতে পাঠায় হিমাচল প্রদেশ।নায়ক। সতর্ক ভাবে শুরু করেছিলেন বাংলার দুই ওপেনার অভিষেক দাস এবং কৌশিক ঘোষ। কিন্তু সিদ্ধার্থ শর্মার সামনে বেশিক্ষণ স্থায়ী হয়নি তাঁদের ইনিংস। ২০ রানের মাথায় প্রথম উইকেট পড়ে বাংলার। সিদ্ধার্থর বলে উইকেটের পেছনে প্রবীন ঠাকুরের হাতে ক্যাচ দিয়ে আউট হন কৌশিক (৪)। অন্য ওপেনার অভিষেক দাসও (১১) ভরসা দিতে পারেননি। দশম ওভারের প্রথম বলেই তাঁকে তুলে নেন সিদ্ধার্থ। পরের বলেই সায়ন মন্ডলকে (৪) ফিরিয়ে বাংলাকে চাপে ফেলে দেন হিমাচল প্রদেশের এই জোরে বোলার। অন্যদিকে, সুদীপ ঘরামিকে (০) ফেরান ঋষি ধাওয়ান।
৩৫ রানে ৪ উইকেট হারানোর পর বাংলা তাকিয়ে ছিল অধিনায়ক মনোজ তেওয়ারির ব্যাটের দিকে। কিন্তু দলের বিপদের দিনে নিজেকে মেলে ধরতে পারেননি মনোজ (৩)। তাঁকে তুলে নিয়ে বাংলাকে একেবারে কোনঠাসা করে দেন কানোয়ার অভিনয়। ৪৪ রানে ৫ উইকেট হারিয়ে চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলা। সেখান থেকে শাহবাজ আমেদকে সঙ্গে নিয়ে লড়াই শুরু করেন অনুষ্টুপ। জুটিতে ১১০ রান তুলে কিছুটা চাপ সামাল দেন। বাংলা শিবিরে আবার আঘাত হানেন সিদ্ধার্থ শর্মা। শাহবাজকে তুলে নিয়ে জুটি ভাঙেন। ৯৭ বলে ৪৯ রান করে আউট হন শাহবাজ। অভিষেক পোড়েল ১২ রান করে আউট হন।
আকাশ দীপকে সঙ্গে নিয়ে আবার নতুন করে লড়াই শুরু করেন অনুষ্টুপ। দুজনের জুটিতে ওঠে ৬৫ রান। ৪৫ বলে ৩৪ রান করে মায়াঙ্ক ডাগারের বলে আউট হন আকাশ দীপ। ১ রান করে ফেরেন রবিকান্ত সিং। দিনের শেষে ২০৫ বল খেলে ১৫৯ রানের দুরন্ত ইনিংস খেলে অপরাজিত রয়েছেন অনুষ্টুপ মজুমদার। মেরেছেন ২১টি চার ও ২টি ছয়। ২৩ বলে ৬ রান করে অনুষ্টুপের সঙ্গে ক্রিজে রয়েছেন ইশান পোড়েল। ৬৯ রানে ৫ উইকেট নিয়েছেন সিদ্ধার্থ শর্মা।
❤ Support Us