- দে । শ
- মে ১৮, ২০২৩
কুর্মি সম্প্রদায়কে তফসিলি উপজাতির মর্যাদার দাবি। কেন্দ্রকে চিঠি পাঠাবেন মমতা

পশ্চিমবঙ্গ সরকার কুর্মি সম্প্রদায়কে তফসিলি উপজাতির মর্যাদা দেওয়ার বিষয়ে কেন্দ্রকে চিঠি দেওয়ার কথা ভাবছে, নবান্ন সূত্রে এই খবর পাওয়া গেছে।
সম্প্রতি নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কুর্মি সম্প্রদায়ের প্রতিনিধিদের দীর্ঘ প্রায় ৪৫ মিনিটের একটি বৈঠক হয়। এই বৈঠকের পরে রাজ্য সরকার কেন্দ্রকে কুর্মি সম্প্রদায়কে তফসিলি উপজাতির মর্যাদা দেওয়ার জন্য চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। প্রসঙ্গত মুখ্যমন্ত্রীর সঙ্গে কুর্মি সম্প্রদায়ের প্রতিনিধিদের বৈঠকের সময়ই এমন একটি বিষয় আলোচনায় এসেছিল বলেও ওই সূত্রটি জানাচ্ছে।
মমতা বন্দ্যোপাধ্যায় কুর্মি সম্প্রদায়ের যে তিনজন প্রতিনিধির সঙ্গে নবান্নে বৈঠক করেছিলেন তাঁরা হলেন শুভেন্দু মাহাতো, বিজয় মাহাতো এবং সুনীল মাহাতো। এর আগে জঙ্গলমহল এলাকার বিধায়কদের সঙ্গে দেখা করে তাঁদের অভিযোগ ও দাবির কথাও মুখ্যমন্ত্রী শুনেছিলেন।
এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “তাঁর সরকার এই বিষয়ে কেন্দ্রকে চারবার চিঠি দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোনও সমাধান পাওয়া যায়নি।”
এদিকে এই বৈঠকে মুখ্যমন্ত্রীর দেওয়া আশ্বাসের কথা উল্লেখ করে কুর্মি সম্প্রদায়ের এক প্রতিনিধি জানিয়েছেন, “মুখ্যমন্ত্রী তাদের দাবি নিয়ে কেন্দ্রের কাছে আবারও চিঠি লেখার বিষয়টি বিবেচনা করার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি তিনি একটি নতুন কুর্মি সমাজ উন্নয়ন বোর্ড গঠন করতেও সম্মত হয়েছেন।”
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কুর্মি সম্প্রদায়ের এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের প্রবীণ মন্ত্রী ও কলকাতার মেয়র মন্ত্রী ফিরহাদ হাকিম। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক এবং মুখ্য সচিব এইচ কে দ্বিবেদী। গত মাসে, কুর্মি সম্প্রদায়ের বেশ কয়েকটি সংগঠন তিন দিনেরও বেশি সময় ধরে বিক্ষোভ করেছে এবং কুর্মি সম্প্রদায়কে তফসিলি উপজাতি তালিকার অন্তর্ভুক্ত করার দাবিতে রেলপথ ও রাস্তা অবরোধ করেছে। দিলীপ ঘোষের একটি পুরনো মন্তব্যকে কেন্দ্র করে বুধবার কুর্মি সম্প্রদায়ের প্রতিনিধিদের একটি দল খড়গপুরে দিলীপ ঘোষের বাংলো আক্রমণ করে। ওই একই দিনে সিমলাপাল সভা করতে যাওয়ার সময় পথে শুভেন্দু অধিকারীর গাড়ি থামিয়ে কুর্মি সম্প্রদায়ের প্রতিনিধিরা তাদের দাবিদাওয়ার কথা জানালে বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারী তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন।
❤ Support Us