- এই মুহূর্তে
- জুলাই ২, ২০২২
অভিভাবকদের জন্য সুখবর। বেসরকারি স্কুল নিয়ে তাঁদের অভিযোগ মেটাতে শিক্ষা কমিশন গড়ছে রাজ্য

বেসরকারি স্কুলগুলির খরচ নিয়ে অভিভাবকদের অভিযোগের অন্ত নেই। তাই এ বার স্বাস্থ্য কমিশনের ধাঁচে শিক্ষা কমিশন তৈরি করে অভিভাবকদের যাবতীয় অভিযোগের সুরাহা দিতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। রাজ্য-বিধানসভার বাদল অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে উক্ত বিষয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সূত্রের খবর, জুলাই মাসেই রাজ্য সরকার শিক্ষা কমিশন গঠনের কথা ঘোষণা করতে পারে। জানা গেছে একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে কমিশনের সর্বোচ্চ স্তরে রাখা হবে। পাশাপাশি থাকবেন সরকার মনোনীত শিক্ষা বিষয়ক প্রতিনিধিরা । ইতিমধ্যেই মন্ত্রিসভা এ-ব্যাপারে অনুমোদন দিয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি জারি হতে পারে বলে জানা গেছে। ।
❤ Support Us