Advertisement
  • দে । শ
  • ফেব্রুয়ারি ৭, ২০২৩

পঞ্চায়েতের আয়-ব্যয় নিয়ে সরব রাজ্যপাল, অর্থ কমিশনের প্রধানের সঙ্গে বৈঠকে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত সংস্থা্র তদারকিতে হিসাব পরীক্ষায় সুপারিশ

আরম্ভ ওয়েব ডেস্ক
পঞ্চায়েতের আয়-ব্যয় নিয়ে সরব রাজ্যপাল, অর্থ কমিশনের প্রধানের সঙ্গে বৈঠকে  স্বাধীন  ও নিরপেক্ষ তদন্ত সংস্থা্র তদারকিতে হিসাব পরীক্ষায় সুপারিশ

পঞ্চায়েতের আয়-ব্যয় পরীক্ষার জন্য রাজ্য স্তরে অডিট তৈরি করবার প্রস্তাব দিল রাজভবন। পঞ্চম অর্থ কমিশনের চেয়ারপার্সন অভিরূপ সরকারের সঙ্গে আলোচনায় একথা জানান রাজ্যপাল সিভি আনন্দ বোস।

সোমবার অর্থ কমিশনের চেয়ারপার্সন অভিরূপ সরকার পঞ্চায়েতের হিসাব সংক্রান্ত অন্তর্বর্তী প্রতিবেদন নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন। দীর্ঘ বৈঠক হয়। রাজভবন সূত্রে খবর, আলোচনা চলাকালে পঞ্চায়েতের জন্য বরাদ্দ করা অর্থ নির্দিষ্ট খাতে ব্যয় করা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করার জন্য রাজ্য স্তরে অডিট করবার প্রস্তাব দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিন মাস অন্তর বরাদ্দ করা টাকার কতটা খরচ হল তাঁর ওপর নজর রাখতে বলেছেন তিনি। এ ব্যাপারে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তকারী সংস্থার ভূমিকার কথা তিনি উল্লেখ করেছেন। পাশাপাশি বৈঠকে পঞ্চায়েতের কাজের মান ও কর্মদক্ষতা বিচারের জন্য রিপোর্ট কার্ড তৈরির ব্যাপারে আলোচনা হয়েছে। এলাকায় বসবাসকারী স্থানীয় মানুষের হাতে থাকবে মূল্যায়ন করবার অধিকার।

রাজ্যে পঞ্চায়েত নিয়ে দুর্নীতির অভিযোগ বিস্তর। বহু পঞ্চায়েতে টাকা নয়ছয়ের অভিযোগ এসেছে। এমতাবস্থায় রাজ্যপালের সুপারিশ গুরুত্বপূর্ণ। এখন রাজ্যের ক্ষমতাসীন দল এই সুপারিশ পালনের ব্যাপারে কতটা আন্তরিকতা দেখাবে তা নিয়ে সন্দিহান রাজনৈতিক বিশেষজ্ঞরা।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!