- মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ১, ২০২৩
ঝাড়খণ্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় দিনেই চালকের আসনে বাংলা

ঝাড়খণ্ডের বিরুদ্ধে রনজি ট্রফির কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় দিনেই চালকের আসনে বাংলা। প্রথমে ব্যাট করতে প্রথম ইনিংসে মাত্র ১৭৩ রানে গুটিয়ে যায় ঝাড়খণ্ড। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে উইরকেট হারিয়েও দ্বিতীয় দিনের শেষে বাংলা ৫ উইকেট হারিয়ে ২৩৮ রান তুলেছে। অভিমন্যু ঈশ্বরণ এবং সুদীপ ঘরামির জুটি বাংলাকে চালকের আসনে বসিয়ে দিয়েছে। এখনও পর্যন্ত বাংলা ৬৫ রানে এগিয়ে রয়েছে।
ঝাড়খণ্ডের বিরুদ্ধে দ্বিতীয় দিন সকালে সতর্কভাবে শুরু করেছিলেন বাংলার দুই ওপেনার অভিমুন্য ঈশ্বরণ এবং কাজী জুনায়েদ সইফি। রনজির কোয়ার্টার ফাইনাল পর্যন্ত এসেও এখনও ওপেনিং জুটি ঠিক করতে পারল না বাংলা। ঝাড়খণ্ডের বিরুদ্ধে অভিমুন্য ঈশ্বরণের সঙ্গে কাজী জুনায়েদ সইফিকে নামানো হয়েছিল। তিনিও দলকে নির্ভরতা দিতে ব্যর্থ। ঝাড়খণ্ডের বিরুদ্ধে ওপেনিং জুটিতে মাত্র ১১ রান ওঠে। শুরু থেকে সতর্ক হয়েও শেষরক্ষা করতে পারেননি কাজী জুনায়েদ সইফি।
নবম ওভারের পঞ্চম বলে মাত্র ১ রান করে আউট হন জুনায়েদ সইফি। এরপর বাংলাকে টেনে নিয়ে যান অভিমন্যু ঈশ্বরণ এবং সুদীপ ঘরামি। দুজনের জুটিতে ওঠে ১৩৬ রান। এই জুটি বাংলাকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দেয়। ১০৯ বলে ৬৮ রান করে শাহবাজ নাদিমের বলে আউট হন সুদীপ ঘরামি। তিনি আউট হওয়ার পরপরই ফেরেন অভিমুন্য ঈশ্বরণ। ৫০তম ওভারের শেষ বলে তাঁকে তুলে নেন সুপ্রিয় চক্রবর্তী। ১৫৪ বলে ৭৭ রান করেন অভিমন্যু। অধিনায়ক মনোজ তিওয়ারি মাত্র ১৩ রান করে আউট হন। অনুষ্ঠুপ মজুমদারও দলকে খুব বেশি নির্ভরতা দিতে পারেননি। ৭৩ বলে তিনি ২৫ রান করে আউট হন। অনুষ্ঠুপ যখন আউট হন বাংলা রান তখন ৫ উইকেটে ২০৭। এরপর দলকে টেনে নিয়ে যান শাহবাজ আহমেদ এবং অভিষেক পোড়েল। দিনের শেষে শাহবাজ ১৭ ও অভিষেক ২৫ রান করে অপরাজিত রয়েছেন। ঝাড়খণ্ডের হয়ে সুপ্রিয় চক্রবর্তী ২টি, আশিস কুমার,
অনুকুল রায় এবং শাহবাজ নাদিম ১টি করে উইকেট নিয়েছেন।
❤ Support Us