- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ৬, ২০২৩
ফিল্ম ফেস্টিভ্যালে সলমনের সঙ্গে মমতার নাচ। গিরিরাজের সমালোচনাকে পাত্তা দিলেন না মমতা ।কেন্দ্রীয় মন্ত্রীকে কড়া জবাব দিলেন শশী, চন্দ্রিমা
কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে বলিউড তারকা সলমন খানের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাচ নিয়ে মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ করলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং। বাগডোগরা বিমানবন্দরে দাঁড়িয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর সমালোচনার পালটা জবাব দিলেন মমতা। কুরুচিকর আক্রমণের প্রতিবাদে সরব শশী পাঁজা এবং চন্দ্রিমা ভট্টাচার্যরা। গিরিরাজের বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারি চন্দ্রিমার।
গিরিরাজ সিং বুধবার বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় এখনও তৃতীয় বিশ্বে পড়ে আছেন। বাংলা দুর্নীতিতে নিমজ্জিত। বেকারিতে বাংলা ডুবে রয়েছে। গরিবের অধিকার হরণ করা হচ্ছে। মানুষের কাজ নেই। আর তার মধ্যে চলচ্চিত্র উৎসবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সলমন খানের সঙ্গে নাচছেন। এটা দুর্ভাগ্যপূর্ণ ঘটনা। যে রাজ্যের মানুষ খারাপ অবস্থায় রয়েছে, দুর্নীতিতে রাজ্য ডুবে আছে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর এই আচরণ? চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে মুখ্যমন্ত্রীর নাচ করাটা কি খুব জরুরি?” তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে গিরিরাজ সিংয়ের বক্তব্য নিয়ে প্রশ্ন করলে তিনি বিষয়টি তাচ্ছিল্যভরে উড়িয়ে দিয়েছেন।
Nero fiddled while Rome burnt !
WB CM is Nero 2.0. She is dancing as WB is reeling under tremendous financial burden & limitless corruption !!! pic.twitter.com/tMyxV5uscC— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) December 6, 2023
এদিকে গিরিরাজ সিং ও শুভেন্দু অধিকারীর মমতা বন্দ্যোপাধ্যায়ের নাচে আপত্তির প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী বলেন, “নাচবেন, এটা আমাদের সংস্কৃতি।”
তবে শুধু নরেন্দ্র মোদি সরকারের মন্ত্রীই নয়, একই ইস্যুতে মুখ্যমন্ত্রীর সমালোচনায় সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে “দ্বিতীয় নিরো” বলে কটাক্ষ করেছেন। এক্স হ্যান্ডেলে শুভেন্দু লিখেছেন, “রোম পুড়ে যাওয়ার সময় নিরো বেহাল বাজাচ্ছিলেন! বাংলার মুখ্যমন্ত্রী হলেন নিরো ২.০। তিনি যখন নাচছেন তখন পশ্চিমবঙ্গ বিপুল আর্থিক দায় এবং সীমাহীন দুর্নীতির মধ্যে নিমজ্জিত রয়েছে!!!”
❤ Support Us