Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ৫, ২০২৪

তরুণ সৌরভ, অভিজ্ঞ অনুষ্টুপের হাত ধরে বড় রানের পথে বাংলা

আরম্ভ ওয়েব ডেস্ক
তরুণ সৌরভ, অভিজ্ঞ অনুষ্টুপের হাত ধরে বড় রানের পথে বাংলা

গত কয়েকবছর ধরে রনজি ট্রফিতে ওপেনিং সমস্যায় ভুগতে হয়েছে বাংলাকে। বেশ কয়েকজনকে পরীক্ষা করা হলেও কেউই ভরসা দিতে পারেননি। এবছর দুই তরুণ ক্রিকেটারকে সুযোগ দিয়েছেন নির্বাচকরা। শ্রেয়ানশ ঘোষ। রনজি অভিষেকেই দুরন্ত ব্যাটিং সৌরভ পালের। মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া। তরুণ সৌরভ ও অভিজ্ঞ অনুষ্টুপ মজুমদারের হাত ধরে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে রনজি ট্রফির প্রথম ম্যাচে বড় রানের পথে বাংলা। প্রথম দিনের শেষে তুলেছে ২৮৯/‌৪।
টস জিতে ব্যাট করতে নেমে অস্টম ওভারে শ্রেয়ানশ ঘোষের (‌১১)‌ উইকেট হারায় বাংলা। সুদীপ ঘরামি উইকেটে থিতু হয়ে গিয়েও আউট হন। তিনি করেন ১৮ রান। ললিত মোহনের বলে হনুমা বিহারির হাতে ক্যাচ দিয়ে আউট হন সুদীপ ঘরামি। তিনি যখন সাজঘরে ফেরেন, বাংলার রান ৬২/‌২।
সুদীপ আউট হওয়ার সময় সৌরভ পালেন একজন অভিজ্ঞ পার্টনার দরকার ছিল। যিনি তরুণ ওপেনারকে গাইড করে নিয়ে যেতে পারবেন। সেই কাজটাই দারুণভাবে করে যান অনুষ্টুপ মজুমদার। জীবনের অন্যতম সেরা ইনিংস খেললেন ৩৯ বয়সী অনুষ্টুপ। পাশাপাশি সৌরভ পালকে পরামর্শ দিয়ে ও গাইড করে দারুণ ভাবে এগিয়ে নিয়ে যান। এই দুজনের জুটিতে ওঠে ১৮৯ রান। যা বাংলাকে বড় রানের ভিত গড়ে দেয়। পাশাপাশি ২৫০ রানের গন্ডি পার হয়ে যায় বাংলা।
সৌরভের দুর্ভাগ্য, রনজি অভিষেকে প্রথম ইড়িংসে মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি এল না। স্পিনার শোয়েব মহম্মদ খানের বলে জ্ঞানেশ্বরের হাতে ক্যাচ দিয়ে আউট হন সৌরভ। ২৩২ বলে ৯৬ রানের ধৈর্যশীল ইনিংস খেলেন সৌরভ। তিনি যখন আউট হন বাংলার রান ২৫১। এরপর বাংলাকে এগিয়ে নিয়ে যান অনুষ্টুপ ও অধিনায়ক মনোজ তেওয়ারি। দিনের শেষ বেলায় আউট হন অনুষ্টুপ। ১৩৯ বলে ১২৫ রান করেন তিনি। দিনের শেষে মনোজ তেওয়ারি (‌১৫)‌ ও মহম্মদ কাইফ (‌০)‌ ক্রিজে রয়েছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!