Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ২৪, ২০২২

আইপিএলে এবার দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবে বাংলার মুকেশ

আরম্ভ ওয়েব ডেস্ক
আইপিএলে এবার দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবে বাংলার মুকেশ

আদি বাড়ি বিহারে হলেও তাঁর বেড়ে ওঠা এই কলকাতাতেই। ক্রিকেট খেলার টানে কলকাতায় আস্তানা গেড়েছিলেন। কিন্তু একসময় মাথা গোঁজার জায়গা ছিল না মুকেশ কুমারের। সৌরভ গাঙ্গুলি সিএবি–র প্রশাসনে আসার পর ইডেনে তাঁর থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। জোরে বোলারদের জন্য যে প্রয়োজনীয় খাবারের দরকার হয়, তারও ব্যবস্থা করে দিয়েছিলেন। কঠোর পরিশ্রম করে বাংলার ক্রিকেটে জায়গা করে নিয়েছিলেন। সেই কঠোর পরিশ্রমের ফল পেলেন মুকেশ কুমার। আইপিএল নিলামে কোটিপতি হয়ে গেলেন বাংলার এই জোরে বোলার। সাড়ে ৫ কোটি টাকার বিনিময়ে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা নিশ্চিত হয়ে গেল মুকেশের।
বোলারদের তালিকায় নিলামে মুকেশের নাম ওঠার সঙ্গে সঙ্গেই তাঁকে নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ে চেন্নাই সুপার কিংস। মুকেশের বেস প্রাইস ছিল ২০ লক্ষ টাকা। চেন্নাইয়ে সঙ্গে লড়াইয়ে নামে দিল্লি ক্যাপিটালস। ১ কোটি টাকার গণ্ডি ছুঁতে বেশি দেরি হয়নি। এরপরই মুকেশকে দলে নেওয়ার জন্য দরকষাকষিতে নেমে পড়ে পাঞ্জাব কিংস। তখন সরে দাঁড়ায় চেন্নাই। তবে হাল ছাড়েনি দিল্লি ক্যাপিটালস। মুহূর্তের মধ্যে ৪ কোটি টাকায় পৌঁছে যায় মুকেশের দর। শেষ পর্যন্ত পাঞ্জাব কিংসকে পেছনে ফেলে সাড়ে ৫ কোটি টাকায় তাঁকে তুলে নেয় দিল্লি। সৌরভ গাঙ্গুলির পর বাংলার কোনো ক্রিকেটার আইপিএলে এত দর পাননি।
বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে ভাল খেলার সুবাদে ভারতীয় ‘‌এ’‌ দলেও ডাক পেয়েছেন মুকেশ। তবে এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। আইপিএলে দিল্লি ক্যাপিটালস শিবিরে নেটে বোলিং করার অভিজ্ঞতাও রয়েছে মুকেশের। ২৯ বছর বয়সী এই জোরে বোলার ৩৩টি প্রথম শ্রেণির ম্যাচে ১২৩টি উইকেট নিয়েছেন। ইনিংসে সেরা বোলিং ৪০ রানে ৬ উইকেট। ম্যাচে সেরা বোলিং ৮৪ রানের বিনিময়ে ৮ উইকেট দখল। ৫০ ওভারের ম্যাচে ২৪ ম্যাচে ২৬টি উইকেট রয়েছে তাঁর। টি২০ ম্যাচ খেলেছেন ২৩টি, উইকেটের সংখ্যা ২৫। সম্প্রতি ভারতীয় ‘‌এ’‌ দলের হয়ে বাংলাদেশ এ দলের বিরুদ্ধে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে গিয়েছিলেন। প্রথম ম্যাচে দুই ইনিংসে যথাক্রমে ২ ও ১টি উইকেট নেন। দ্বিতীয় ম্যাচে প্রথম ইনিংসে ৪০ রানে ৬টি উইকেট দখল করেছিলেন।

  • Tags:
❤ Support Us
error: Content is protected !!