- মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ১৭, ২০২৫
হাবিবের ঝড়ে শেষ ওভারে রুদ্ধশ্বাস জয় তুলে নিল হাওড়া ওয়াড়িয়র্স

বিধ্বংসী ব্যাটিং শাকির হাবিব গান্ধীর। তাঁর দুরন্ত ব্যাটিংয়ের ওপর ভর করে বেঙ্গল প্রো টি২০ লিগে রুদ্ধশ্বাস জয় তুলে নিল হাওড়া ওয়ারির্য়স। টানটান উত্তেজনার ম্যাচে শেষ ওভারে ৬ উইকেটে হারিয়েছে মেদিনীপুর উইজার্ডসকে।
বৃষ্টির জন্য ওভার সংখ্যা কমিয়ে ১৭ করা হয়। প্রথমে ব্যাট করতে নেমে মেদিনীপুর উইজার্ডসও বেশ বড় রানই তুলেছিল। ১৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রানে পৌঁছে যায় তারা। রণজ্যোৎ সিং খাইরা ৪১ বলে করেন ৫৯ রান। সুদীপ চ্যাটার্জি ১৫ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন। বিবেক সিং ২৩ বলে করেন ৩০ রান। জবাবে ৫ বল বাকি থাকতে ৪ উইকেটে ১৭৪ রানে পৌঁছে যায় হাওড়া। ৩৮ বলে অপরাজিত ৭৩ রানের দুরন্ত ইনিংস খেলে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন শাকির হাবিব গান্ধী। ৩২ বলে ৪৩ রান করেন প্রমোদ চান্ডিলা।
সোমবার বেঙ্গল প্রো টি২০ লিগের তিনটি ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়েছে। শিলিগুড়ি স্ট্রাইকার্স ও কলকাতা টাইগার্সের ম্যাচ বৃষ্টিতে মাঝপথে ভেস্তে যায়। প্রথমে ব্যাট করে কলকাতা টাইগার্স তুলেছিল ১৭৮/৪। শিলিগুড়ি টাইগার্স ৩ ওভারে ৩৫/০ তোলার পর বৃষ্টি নামে। দুই দলই ১ পয়েন্ট করে পেয়েছে। বৃষ্টির জন্য মহিলাদের লিগে রাঢ় টাইগার্স ও মুর্শিদাবাদ কুইন্সের ম্যাচও ভেস্তে যায়।
❤ Support Us