Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ১৩, ২০২৪

বেঙ্গল প্রো টি২০ লিগে মহিলা ও পুরুষ বিভাগে জয় কলকাতা টাইগার্সের

আরম্ভ ওয়েব ডেস্ক
বেঙ্গল প্রো টি২০ লিগে মহিলা ও পুরুষ বিভাগে জয় কলকাতা টাইগার্সের

বেঙ্গল প্রো টি২০ ক্রিকেটে লিগে মহিলা ও পুরুষদের বিভাগে দারুণ জয় তুলে নিল কলকাতা টাইগার্স। মহিলাদের বিভাগে টানটান উত্তেজনার ম্যাচে কলকাতা টাইগার্স ৩ রানে হারিয়েছে হাওড়া ওয়ারিয়র্সকে। অন্যদিকে, বুধবার রাতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে হাওড়া ওয়ারিয়র্সের পুরুষ দলকেই ডাকওয়ার্থ ও লুইস নিয়মে ১৬ রানে হারিয়েছে কলকাতা টাইগার্স।
পুরুষদের ম্যাচে প্রথমে ব্যাট করে কলকাতা টাইগার্স ২০ ওভারে তোলে ১২৫/‌৮। অভিলিন ঘোষ করেন সর্বোচ্চ ৪২ রান। ২৮ রান করেন সন্দীপ তোমর। বাকিরা সেভাবে রান পাননি। ১৭ রানে ৩ উইকেট নেন সুজিত যাদব। জবাবে ব্যাট করতে নেমে ১০.‌৩ ওভারে ৫ উইকেট হারিয়ে হাওড়া ওয়ারিয়র্স ৫৪/‌৫ তোলার পর বৃষ্টি নামে। আর খেলা শুরু করা সম্ভব হয়নি। ডাকওয়ার্থ–লুইস নিয়মে ১৬ রানে জেতে কলকাতা টাইগার্স। পুরুষদের ম্যাচে, মুর্শিদাবাদ কিংস ৭ উইকেটে হারিয়েছে শিলিগুড়ি স্ট্রাইকার্সকে। ১৯.‌১ ওভারে ১১৯ রানে গুটিয়ে যায় শিলিগুড়ি। ১৭.‌৫ ওভারে ১১৮/‌৩ তুলে ম্যাচ জিতে নেয় মুর্শিদাবাদ।
মহিলাদের ম্যাচে, কলকাতা টাইগার্স প্রথমে ব্যাট করে তোলে ১২৫/‌৩। ৪৯ বলে ৫৭ রান করে অপরাজিত থাকেন মিতা পাল। মমতা কিস্কু করেন ৪৮ বলে অপরাজিত ৫৩। সুস্মিতা গাঙ্গুলি ২০ রানে ২ উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১২২/‌৯ রানে থেমে যায় হাওয়া ওয়ারিয়র্সের ইনিংস। ২৩ রানে ৩ উইকেট নেন অনন্যা হালদার। অরিক্তা মান্না ২৬ রানে নেন ২ উইকেট। বৃহস্পতিবার মহিলাদের অন্যম্যাচে, শ্মাশার্স মালদা ৪ উইকেটে হারিয়েছে মেদিনিপুর উইজার্ডসকে। প্রথমে ব্যাট করতে নেমে ১১১/‌৭ তোলে মেদিনীপুর উইজার্ডস। জবাবে, ১৮.‌৫ ওভারে ১১২ রান তুলে ম্যাচ জিতে নেয় স্ম্যাশার্স মালদা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!