Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ১২, ২০২৪

বেঙ্গল প্রো টি২০ লিগের উদ্বোধনী মাচেই হার মনোজ তেওয়ারির হারবার ডায়মন্ডসের

আরম্ভ ওয়েব ডেস্ক
বেঙ্গল প্রো টি২০ লিগের উদ্বোধনী মাচেই হার মনোজ তেওয়ারির হারবার ডায়মন্ডসের

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হল বেঙ্গল প্রো টি২০ লিগ। মঙ্গলবার ইডেনে এক জমকালো অনুষ্ঠানের মাধমে প্রতিযোগির উদ্বোধন হল। উদ্বোধনী ম্যাচে মন্ত্রী ক্রিকেটার মনোজ তেওয়ারির হারবার ডায়মন্ডসকে ৮ রানে হারিয়ে যাত্রা শুরু করল ঋত্বিক রায়চৌধুরীর শিলিগুড়ি স্ট্রাইকার্স।
ইডেনে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনায় প্রথমে সিএবি–র বর্ষীয়ান সদস্য এবং প্রাক্তন র্তাদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের মুখ্য অতিথি ঝুলন গোস্বামী ট্রফি নিয়ে মাঠে ঢোকেন। এরপর আট ফ্র্যাঞ্চাইজির পুরুষ ও মহিলা দলের ক্রিকেটাররা মাঠে প্রবেশ করেন। তাঁদের সঙ্গে পরিচয়পর্ব সারা হয়। সব দলের অধিনায়করা শপথ নেন। এরপর বিনোদন অনুষ্ঠান। অংশ নেন টলিউড অভিনেতা জিৎ এবং রুক্মিণী মৈত্র। সঙ্গে ধামাকাদার পারফরম্যান্স করলেন বলিউড অভিনেত্রী নুসরত ভারুচা। তাঁর পারফরম্যান্স ছিল রীতিমতো চোখ ধাঁধানো। জনপ্রিয় গানের সঙ্গে নাচেন তারকারা।
টস জিতে শিলিগুড়ি স্ট্রাইকার্সকে ব্যাট করতে পাঠান হারবার ডায়মন্ডস অধিনায়ক মনোজ তেওয়ারি। ১৯.৩ ওভারে ১৪১ রানে গুটিয়ে যায় শিলিগুড়ি স্ট্রাইকার্সের ইনিংস। ৪১ বলে ৪৪ রান করেন শান্তনু। ১৮ বলে ৩১ রান করেন অঙ্কুর পাল। হারবার ডায়মন্ডসের হয়ে প্রয়াস রায় বর্মন ২৮ রানে ৩টি, আমন সিং ২৫ রানে ২টি ও অরিত্র চ্যাটার্জি ২৭ রানে ২টি উইকেট নেন।
জবাবে ১৯.৫ ওভারে ১৩৩ রানে গুটিয়ে যায় হারবার ডায়মন্ডস। ২২ বলে ৩৭ রান করেন বাদল সিং বলিয়ান। ১৯ বলে ৩২ রান করেন প্রয়াস রায় বর্মন। দুরন্ত বোলিং করে ২৯ রানে ৪ উইকেট তুসলে নেন সুরজ সিন্ধু জয়সওয়াল। ৩১ রানে ৩ উইকেট নেন রাজকুমার পাল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!