Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ১৫, ২০২৪

ধারা গুজ্জরের দুরন্ত ব্যাটিং, হাওড়া ওয়ারিয়র্সকে ৭ উইকেটে পরাজিত করল মেদিনীপুর উইজার্ডস

আরম্ভ ওয়েব ডেস্ক
ধারা গুজ্জরের দুরন্ত ব্যাটিং, হাওড়া ওয়ারিয়র্সকে ৭ উইকেটে পরাজিত করল মেদিনীপুর উইজার্ডস

সামনে থেকে দলকে নেতৃত্ব দিলেন অধিনায়ক ধারা গুজ্জর। তাঁর দুরন্ত ব্যাটিংয়ের ওপর ভর করে বেঙ্গল প্রো টি২০ লিগে মহিলাদের বিভাগে হাওড়া ওয়ারিয়র্স ৭ উইকেটে হারিয়েছে মেদিনীপুর উইজার্ডসকে। মহিলাদের অন্য ম্যাচে কলকাতা টাইগার্স ৬৯ রানে উড়িয়ে দিয়েছে স্ম্যাশার্স মালদাকে।
হাওড়া ওয়ারিয়র্সের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১১৭ রানের বেশি তুলতে পারেনি মেদিনীপুর উইজার্ডস। তৃষিতা সরকার করেন ৪২, দ্যুতি পাল করেন ৩৭। ভাল শুরু করেও হাওড়া উইজার্ডসের আঁটোসাঁটো বোলিংয়ের জন্য বড় রান তুলতে পারেনি মেদিনীপুর উইজার্ডস। জয়ের জন্য হাওড়া ওয়ারিয়র্সকেও শেষ ওভার পর্যন্ত খেলতে হয়েছিল। ১৯.‌২ ওভারে ১১৮/‌৩ রান তুলে ম্যাচ জিতে নেয় হাওড়া ওয়ারিয়র্স। অধিনায়ক ধারা গুজ্জর ৫৯ বলে ৬০ রান করেন। মারেন ৯টি বাউন্ডারি। শ্রাবনী পাল ২৮ রান করে অপরাজিত থাকেন।

মহিলাদের অন্য ম্যাচে, স্ম্যাশার্স মালদার বিরুদ্ধে প্রথম ব্যাট করে ১২৮/‌৬ তোলে কলকাতা টাইগার্স। জবাবে ১৪.‌৫ ওভারে ৫৯ রানে গুটিয়ে যায় মালদা। ৯ রানে ৩ উইকেট নেন অনন্যা হালদার।

পুরুষদের বিভাগে, শিলিগুড়ি স্ট্রাইকার্স ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে রাঢ় টাইগার্সকে। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১২৩ রান করে রাঢ় টাইগার্স। ৪৫ বলে ৪০ রান করেন অরিন্দম ঘোষ। সুমন্ত্র গুপ্ত করেন ২৭। ১৭ রানে ২ উইকেট নেন বিশাল ভাটি, ১৮ রানে ২ উইকেট সুরজ সিন্ধু জয়সওয়ালের। ব্যাট করতে নেমে শুরুতে অভিষেক রমনের (‌৬)‌ উইকেচট হারিয়েও জয় তুলে নেয় শিলিগুড়ি স্ট্রাইকার্স। ১৫.‌২ ওভারে জয়ের লক্ষ্যে (‌১২৭/‌২)‌ পৌঁছে যায়। ৪৩ বলে ৬২ রান করে অপরাজিত থাকেন অঙ্কুর পাল।  ২৮ রান করে অপরাজিত থাকেন শান্তনু।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!