Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ২০, ২০২৩

হরিয়ানাকে ইনিংসে হারিয়ে রনজির কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল বাংলা

আরম্ভ ওয়েব ডেস্ক
হরিয়ানাকে ইনিংসে হারিয়ে রনজির কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল বাংলা

বারবার কাছে এসেও শেষরক্ষা হয়নি। ৩৩ বছর ধরে রনজি ট্রফি অধরাই থেকে গেছে বাংলার কাছে। এবার নতুন কোচ লক্ষ্মীরতন শুক্লার হাত ধরে রনজি জয়ের স্বপ্ন দেখা শুরু করেছে বাংলা। গ্রুপ লিগে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে এক ম্যাচ বাকি থাকতেই পৌঁছে গেল রনজি ট্রফির কোয়ার্টার ফাইনালে। ষষ্ঠ ম্যাচে হরিয়ানাকে হারাল ইনিংস ও ৫০ রানে। হরিয়ানার বিরুদ্ধে বাংলাকে দুর্দান্ত জয় এনে আকাশ দীপ। দুর্দান্ত বোলিং করে ম্যাচে ১০ উইকেট তুলে নেন তিনি। হরিয়ানার বিরুদ্ধে বোনাসসহ ৭ পয়েন্ট তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে বাংলা ৬ ম্যাচে পৌঁছে গেল ৩২ পয়েন্টে।

টস জিতে বাংলাকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল হরিয়ানা। প্রথম ইনিংসে বাংলা তুলেছিল ৪১৯। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১৬৩ রানে গুটিয়ে যায় হরিয়ানা। দুরন্ত বোলিং করে ৬১ রানে ৫ উইকেট তুলে নিয়েছিলেন আকাশ দীপ। প্রথম ইনিংসে ২৫৬ রানে এগিয়ে গিয়ে হরিয়ানাকে ফলোয়ান করায় বাংলা। দ্বিতীয় ইনিংসে ভাল শুরু করেছিল হরিয়ানা। ওপেনিং জুটিতেই তুলে ফেলে ১২৯। এরপর চৈতন্য বিষ্ণোইকে তুলে নিয়ে হরিয়ানা শিবিরে প্রথম আঘাত হানেন ঈশান পোড়েল। সেই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি হরিয়ানা। একের পর এক উইকেট হারাতে থাকে। তৃতীয় দিনের শেষে হরিয়ানা রান ছিল ৭ উইকেটে ১৭৭।

শেষ দিনে ইনিংস হার বাঁচাতে হরিয়ানার দরকার ছিল ৮৯ রান। ক্রিজে ছিলেন সুমিত কুমার এবং অমিত রানা। অন্যদিকে, বাংলার ইনিংস জয়ের জন্য দরকার ছিল ৩ উইকেট। দিনের ষষ্ঠ ওভারে সুমিত কুমারকে (‌১৩)‌ তুলে নেন মুকেশ কুমার। পরের ওভারেই অজিত চাহালকে (‌০)‌ ফেরান আকাশ দীপ। এরপর অমিত রানাকে (‌২০)‌ তুলে নিয়ে বাংলাকে দুর্দান্ত জয় এনে দেন আকাশ দীপ। ৭৯ ওভারে ২০৬ রানে গুটিয়ে যায় হরিয়ানার দ্বিতীয় ইনিংস। বাংলার জয় আসে ইনিংস ও ৫০ রানে। ৫১ রানে ৫ উইকেট তুলে নেন আকাশ দীপ। দু’‌ইনিংস মিলিয়ে ১১২ রানে ১০ উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা হন তিনিই।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!