Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ১৫, ২০২৪

জুনিয়র ও ইয়ুথ জাতীয় টিটি–তে ত্রিমুকুট অঙ্কুরের

আরম্ভ ওয়েব ডেস্ক
জুনিয়র ও ইয়ুথ জাতীয় টিটি–তে ত্রিমুকুট অঙ্কুরের

৮৫ তম জুনিয়র ও ইয়ুথ জাতীয় টেবিল টেনিসে জয়জয়কার বাংলার ছেলেদের। তিনটি বিভাগে খেতাব জিতল বাংলা। আগেই অনূর্ধ্ব ১৯ দলগত বিভাগে খেতাব জিতেছিল বাংলা। ছেলেদের সিঙ্গলস ও ডাবলসেও পদক এল বাংলার ঘরে। সিঙ্গলসে খেতাব জিতেছেন অঙ্কুর ভট্টাচার্য। হারিয়েছেন বাংলারই বোধিসত্ত্ব চৌধুরিকে। আর ডাবলসে অঙ্কুর ও বোধিসত্ত্ব জুটি হারিয়েছে উত্তরপ্রদেশের শরথ মিশ্র ও দিব্যাংশ শ্রীবাস্তবকে। বাংলাকে দলগত বিভাগেও সোনা এনে দিয়েছেন অঙ্কুর। প্রতিযোগিতায় ত্রিমুকুট জিতলেন তিনি।
রবিবার ছেলেদের অনূর্ধ্ব ১৯ বিভাগের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন বাংলারই দুই খেলোয়াড় অঙ্কুর ভট্টাচার্য ও বোধিসত্ত্ব চৌধুরি। শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন অঙ্কুর। প্রথম গেমে জেতেন ১১–৬ পয়েন্টে। দ্বিতীয় গেমে চ্যালেঞ্জের মুখে পড়লেও শেষ পর্যন্ত ১৩–১১ ব্যবধানে গেম জিতে নেন। তৃতীয় গেমে ১১–৮ পয়েন্টে জেতেন। চতুর্থ গেমে অঙ্কুরকে আবার চ্যালেঞ্জের মুখে ফেলে দেন বোধিসত্ত্ব। শেষ পর্যন্ত ১৬–১৪ পয়েন্টে জিতে চ্যাম্পিয়ন হন অঙ্কুর। গতবছর প্রতিযোগিতায় রানার্স হয়েছিলেন তিনি। এবার স্বপ্নপূরণ হল। ছেলেদের ডাবলসে অঙ্কুর ও বোধিসত্ত্ব জুটি ১১–২, ১১–৪, ৮–১১ ও ১১–৮ ব্যবধানে হারিয়েছে উত্তরপ্রদেশের শরথ মিশ্র ও দিব্যাংশ শ্রীবাস্তবকে। দলগত বিভাগে বাংলাকে আগেই সোনা এনে দিয়েছিলেন অঙ্কুর, বোধিসত্ত্ব ও শঙ্খদীপ।
আগেই মেয়েদের অনূর্ধ্ব ১৭ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলার সিন্ড্রেলা দাস। ফাইনালে সিন্ড্রেলা হারিয়েছিল মহারাষ্ট্রের কাব্য ভাটকে। ম্যাচের ফল ১১–৬, ১১–১৩, ১১–৮, ১১–৭, ৮–১১, ১১–৯। মেয়েদের অনূর্ধ্ব ১৯ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে মহারাষ্ট্রের পৃথা ভাটিকর। মেয়েদের অনূর্ধ্ব ১৯ বিভাগের ডাবলসে রানার্স হয়েছে বাংলা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!