Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ৩, ২০২৩

নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে ইতিহাস গড়লেন বাংলার অভিমন্যু

আরম্ভ ওয়েব ডেস্ক
নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে ইতিহাস গড়লেন বাংলার অভিমন্যু

অনন্য নজির গড়লেন বাংলার ওপেনার অভিমন্যু ঈশ্বরণ। ডন ব্র্যাডম্যান, ব্রায়ান লারাদের যে কৃতিত্ব নেই, সেই কৃতিত্ব অর্জন তিনি। নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে খেলতে নেমে সেঞ্চুরি করলেন বাংলার এই ওপেনার।

ডন ব্র্যাডম্যান, ভিভ রিচার্ডস, ব্রায়ান লারা প্রত্যেকের নামেই স্টেডিয়াম আছে। নিজেদের নামাঙ্কিত স্টেডিয়ামে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সৌভাগ্য হয়নি লারাদের। নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে প্রতিযোগিতামূলক ম্যাচে খেলতে নেমে ইতিহাস গড়েছেন অভিমন্যু ঈশ্বরণ।

১৯৮৮ সালে অভিমন্যুর বাবা আরপি ঈশ্বরণ দেরদুনে একটা ক্রিকেট স্টেডিয়াম তৈরি করেন। সেই স্টেডিয়ামের নাম রাখেন অভিমন্যু ক্রিকেট স্টেডিয়াম। এই স্টেডিয়ামেই ক্রিকেটের হাতেখড়ি অভিমুন্য ঈশ্বরণের। সেখানেই উত্তরাখণ্ডের বিরুদ্ধে রনজি ট্রফির চতুর্থ ম্যাচ খেলতে নেমেছে বাংলা।

এদিন টস জিতে বাংলাকে প্রথমে ব্যাট করতে পাঠায় উত্তরাখণ্ড। শুরু থেকেই সতর্ক ছিলেন বাংলার দুই ওপেনার সায়ন শেখর মণ্ডল ও অভিমন্যু ঈশ্বরণ। কিন্তু ইনিংসের ২০তম ওভারে মায়াঙ্ক মিশ্রর বলে আউট হয়ে ফিরে যান সায়ন শেখর মন্ডল (১৮)। ওপেনিং জুটিতে বাংলার ওঠে ৮৪।

সায়ন আউট হওয়ার পর বাংলাকে টেনে নিয়ে যান অভিমন্যু ও সুদীপ ঘরামি। আগের ম্যাচে নাগাল্যান্ডের বিরুদ্ধেও দুরন্ত ১৭০ রানের ইনিংস খেলেছিলেন অভিমুন্য। এদিন আবার সেঞ্চুরি হাঁকালেন বাংলার এই ওপেনার।

অভিমন্যুর মতো সুদীপও দারুন ছন্দে রয়েছেন। নাগাল্যান্ডের বিরুদ্ধে তিনি ১০৪ রান করেছিলেন। এদিন মাত্র ১০ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন। অভিমুন্য ও সুদীপের জুটিতে ওঠে ১৭০ রান। এই দুটি বাংলাকে ২৫০ রানের গণ্ডি পার করে দেয়। সুদীপকে তুলে নিয়ে জুটি ভাঙেন মায়াঙ্ক মিশ্র। তিনি ৯০ রান করে আউট হন।

সুদীপ আউট হলেও অভিমুন্যর রক্ষণ ভাঙতে পারেননি উত্তরাখন্ড বোলাররা। লক্ষ্যে অবিচল থেকে তিনি সেঞ্চুরি পূর্ণ করেন। নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে জীবনে প্রথমবার প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে নেমেই সেঞ্চুরি করার অনন্য কৃতিত্ব অর্জন করেন। যা বিশ্বের আর কোনও ক্রিকেটারের নেই। দিনের শেষ বেলায় অনুষ্ঠুপ মজুমদারকে (৩) তুলে নেন মায়াঙ্ক মিশ্র। দিনের শেষে বাংলা ৩ উইকেটে ২৬৯ রান সংগ্রহ করেছে। অভিমন্যু ঈশ্বরণ ১৪১ রান করে অপরাজিত রয়েছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!