- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ১৮, ২০২৪
উত্তরপ্রদেশকে ৭ গোলে উড়িয়ে সন্তোষের পরের রাউন্ড কার্যত নিশ্চিত বাংলার

সন্তোষ ট্রফির গ্রুপ লিগের ম্যাচে দুরন্ত ছন্দে বাংলা। প্রথম ম্যাচে ঝাড়খণ্ডকে হারিয়েছিল ৪–০ ব্যবধানে। গ্রুপের দ্বিতীয় ম্যাচে ৭–০ ব্যবধানে উড়িয়ে দিল উত্তরপ্রদেশকে। হ্যাটট্টিকসহ ৪ গোল রবি হাঁসদার। হ্যাটট্রিক হাতছাড়া মনোতোষ মাজির। তিনি করেন দুটি গোল। একটি গোল করেন অমরনাথ বাস্কে। উত্তরপ্রদেশকে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই পরের রাউন্ডে যাওয়ার ছাড়পত্র কার্যত নিশ্চিত করল বাংলা।
প্রথম ম্যাচে ঝাড়খণ্ডের বিরুদ্ধে জিতে আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে এদিন উত্তরপ্রদেশের বিরুদ্ধ মাঠে নেমেছিল বাংলা। ম্যাচের শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে। ৮ মিনিটে রবি হাঁসদার গোলে এগিয়েও যায়। ৩ মিনিট পর ব্যবধান বাড়ান মনোতোষ মাজি। ১৭ মিনিটে আরও একটা গোল করেন মনোতোষ। ৩৩ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের হয়ে চতুর্থ গোলটি করেন রবি হাঁসদা। ৪ মিনিট পর অমরনাথ বাস্কের গোলে ৫–০। প্রথমার্ধেই ৫–০ ব্যবধানে এগিয়ে যায় বাংলা।
দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটেই হ্যাটট্রিক পূর্ণ করেন রবি হাঁসদা। হাফ ডজন গোল হয়ে যাওয়ায় বাংলার ফুটবলারদের মধ্যে কিছুটা আত্মতুষ্টি দেখা দিয়েছিল। একের পর এক সুযোগ তৈরি হলেও ব্যবধান বাড়াতে পারছিল না। মনোতোষ মাজি হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া করেন। বেশ কয়েকটা সুযোগ নষ্টর পর ৮৩ মিনিটে নিজের চতুর্থ ও দলের সপ্তম গোলটি করেন রবি হাঁসদা।
পরপর দুটি ম্যাচ জিতে ৬ পয়েন্ট পেয়ে গ্রুপ শীর্ষে বাংলা। বাংলার গোল পার্থক্য +১১। ২ ম্যাচে বিহার ও ঝাড়খণ্ডের পয়েন্ট ৩। গোলপার্থক্যে বিহার দ্বিতীয়স্থানে। ঝাড়খণ্ড তৃতীয় স্থানে। শেষ ম্যাচে বাংলা খেলবে বিহারের বিরুদ্ধে। অন্যদিক, ঝাড়খণ্ড খেলবে উত্তরপ্রদেশের বিরুদ্ধে। বড় কোনও অঘটন না ঘটলে বাংলার পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত।
❤ Support Us