Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ১৬, ২০২৩

চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়, সৌরাষ্ট্রের বিরুদ্ধে রঞ্জি ফাইনালে প্রথম দিনেই চাপে বাংলা

আরম্ভ ওয়েব ডেস্ক
চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়, সৌরাষ্ট্রের বিরুদ্ধে রঞ্জি ফাইনালে প্রথম দিনেই চাপে বাংলা

৩৩ বছর রঞ্জি ট্রফি আসেনি বাংলার ঘরে। এবছর বাংলার সামনে খরা কাটানোর সুযোগ। কিন্তু সৌরাষ্ট্রের বিরুদ্ধে ইডেনে ফাইনালে প্রথম দিনেই চাপের মুখে বাংলা। জয়দেব উনাদকাট ও চেতন সাকারিয়ার দুরন্ত বোলিংয়ে মাত্র ১৭৪ রানে গুটিয়ে যায় বাংলার প্রথম ইনিংস জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে সৌরাষ্ট্র ২ উইকেট হারিয়ে তুলেছে ৮১ রান।

টস জিতে এদিন বাংলাকে প্রথমে ব্যাট করতে পাঠান সৌরাষ্ট্র অধিনায়ক জয়দেব উনাদকাট। ম্যাচের পঞ্চম বলেই অভিমন্যু ঈশ্বরনকে (০) তুলে নেন জয়দেব উনাদকাট। পরের ওভারে জোড়া ধাক্কা বাংলার। ৩ বলে মাত্র ১ রান করে চেতন সাকারিয়ার বলে আউট হন অভিষেককারী সুমন্ত গুপ্ত। একই ওভারে সুদীপ ঘরামির (০) স্টাম্প ছিটকে দেন সাকারিয়া।

২ ওভারের মধ্যে মাত্র ২ রানে ৩ উইকেট হারায় বাংলা। পঞ্চম ওভারে আবার বাংলার ইনিংসে আঘাত হানেন জয়দেব উনাদকাট। তুলে নেন বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারিকে (৭)। এরপর আকাশ ঘটককে সঙ্গে নিয়ে বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন অনুষ্টুপ মজুমদার। ১৩তম ওভারে বাংলার ইনিংসে চিরাগ জানির অফস্টাম্পের বাইরের তাঁর বল তাড়া করে হার্ভিক দেশাইয়ের হাতে ক্যাচ দিয়ে আউট হন অনুষ্টুপ (১৬)। ২২তম ওভারে চেতন সাকারিয়ার বলে আউট হন আকাশ ঘটক (১৭)। ৬৬ রানে ৬ উইকেট হারায় বাংলা।

এরপর লড়াই শুরু করেন শাহবাজ ও অভিষেক পোড়েল। শেষ পর্যন্ত ধর্মেন্দ্র জাদেজার বলে বিশ্বরাজ জাদেজার হাতে ক্যাচ দিয়ে আউট হন শাহবাজ। ১১২ বলে ৬৯ রান করেন তিনি। অভিষেক ও তাঁর জুটিতে ওঠে ১০১ রান। শাহবাজ আউট হওয়ার পরপরই ফিরে যান আকাশ দীপ (৪) ও মুকেশ কুমার (১)। এরপর অভিষেক (৫০) আউট হতেই ১৭৪ রানে গুটিয়ে যায় বাংলা। ৪৪ রানে ৩ উইকেট জয়দেব উনাদকাট। ৩৩ রানের ৩ উইকেট নেন চেতন সাকারিয়া। চিরাগ জানি ও ধর্মেন্দ্র জাদেজা ২টি করে উইকেট পান।

ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন ওপেনার হার্ভিক দেশাই। ৬ ওভারেই ৩৬ রান তুলে ফেলে সৌরাষ্ট্র। সপ্তম ওভারের প্রথম বলে সৌরাষ্ট্র ইনিংসে আঘাত হানেন আকাশ দীপ। তাঁর অফ স্টাম্পের বাইরের বল ব্যাটের কানায় লাগিয়ে বোল্ড হন জয় গোহলি (৬)। এরপর সৌরাষ্ট্রকে টেনে নিয়ে যান হার্ভিক দেশাই ও বিশ্বরাজ জাদেজা। দিনের শেষ বেলায় সৌরাষ্ট্র ইনিংসে আঘাত হানেন মুকেশ কুমার। তার বলে উইকেটের পেছনে অভিষেক পোড়েলের হাতে ক্যাচ দিয়ে আউট হন বিশ্বরাজ জাদেজা (২৫)। সৌরাষ্ট্রের রান তখন ৭৩। এরপর আর কোনও উইকেট তুলতে পারেনি বাংলা। দিনের শেষে ২ উইকেট হারিয়ে ৮১ রান তুলেছে সৌরাষ্ট্র। ৩৮ রান করে অপরাজিত রয়েছেন হার্ভিক দেশাই। ২ রান করে অপরাজিত রয়েছেন নৈশপ্রহরী চেতন সাকারিয়া।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!