Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ২৯, ২০২২

রনজি অভিষেকে ৫ উইকেট করণ লালের, নাগাল্যান্ডকে ইনিংস ও ১৬১ রানে হারাল বাংলা

আরম্ভ ওয়েব ডেস্ক
রনজি অভিষেকে ৫ উইকেট করণ লালের, নাগাল্যান্ডকে ইনিংস ও ১৬১ রানে হারাল বাংলা

রনজি ট্রফিতে আবার জয়ের রাস্তায় ফিরল বাংলা। আগের ম্যাচে ঘরের মাঠে হিমাচল প্রদেশের কাছে আটকে গিয়েছিলেন মনোজ তিওয়ারিরা। তৃতীয় ম্যাচেই নাগাল্যান্ডের বিরুদ্ধে ইনিংস ও ১৬১ রানে জয় তুলে দিল বাংলা। মূলত স্পিনারদের দাপটেই এই দুর্দান্ত জয় এল বাংলার। একইসঙ্গে বোনাসসহ মূল্যবান ৭ পয়েন্ট তুলে নিল বাংলা। রনজি অভিষেক ম্যাচে ৫ উইকেট তুলে নিলেন করণ লাল।

প্রথমে ব্যাট করতে নেমে ১৬৬ রানে শেষ হয়েছিল নাগাল্যান্ডের প্রথম ইনিংস। জবাবে দ্বিতীয় দিনের শেষে বাংলার রান ছিল ৪ উইকেটে ৩৩৬। অধিনায়ক মনোজ তিওয়ারি ৩০ এবং শাহবাজ আহমেদ ১ রান করে অপরাজিত ছিলেন। তৃতীয় দিন সকালে দাপটের সঙ্গে ব্যাট করতে থাকেন বাংলার এই দুই ব্যাটার। ৪ উইকেটে ৪৫০ রান তোলার পর প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করে বাংলা। ৬০ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক মনোজ তিওয়ারি। আক্রমণাত্মক ব্যাটিং করে ৫৫ বলে ৭৫ রান করে অপরাজিত থাকেন শাহবাজ আহমেদ। নাগাল্যান্ডের হয়ে চপিসে হপিংকিউ এবং রংসেন   জোনাথন ২টি করে উইকেট নেন। প্রথম ইনিংসে ২৮৪ রানে এগিয়ে যায় বাংলা।

দ্বিতীয় ইনিংস ব্যাট করতে নেমে ভাল শুরু করেছিল নাগাল্যান্ড। ওপেনিং জুটিতে তুলে ফেলে ৪৬ রান। দুই জোরে বোলার ঈশান পোড়েল ও আকাশ দীপ জুটি ভাঙতে না পারায় স্পিন আক্রমণ নিয়ে  আসেন মনোজ তিওয়ারি। বাংলাকে প্রথম সাফল্য এনে দেন রনজি অভিষেককারী করণ লাল। তিনি তুলে নেন যোগিন্দার সিংকে (১৯)। এটাই তাঁর রনজিতে প্রথম উইকেট।

যোগিন্দার সিং আউট হতেই ধস নামে নাগাল্যান্ড ইনিংসে। দ্রুত তিন উইকেট হারায় তারা। একপ্রান্ত আগলে পড়েছিলেন শ্রীকান্ত মুন্ডে (৮১ বলে ২৮)। কিন্তু তাঁর সেই লড়াই কাজে আসেনি। বাংলার তিন স্পিনার করণ লাল, শাহবাজ আমেদ ও প্রদীপ্ত প্রামানিকের দাপটে ১২৩ রানে গুটিয়ে যায় নাগাল্যান্ডের দ্বিতীয় ইনিংস। বাংলা জয় তুলে নেয় ইনিংস এবং ১৬১ রানে। দুরন্ত বোলিং করে ৪৩ রানে ৫ উইকেট তুলে নেন করণ লাল। ৩৮ রানে ৩ উইকেট পান শাহবাজ আহমেদ। এবং প্রথম ইনিংসে দুরন্ত বল করা প্রদীপ্ত প্রামাণিক ২৪ রানে ২ উইকেট তুলে নেন। জীবনের সেরা বোলিং করে ম্যাচে ৮ উইকেট পেলেন বাংলার এই বাঁহাতি স্পিনার।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!