Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • নভেম্বর ৩, ২০২৩

প্রয়াত চলচ্চিত্র পরিচালক গৌতম হালদার, তাঁর পরিচালিত ছবি ‘ভাল থেকো’-তে অভিনয় করেই সিনেমা জগতে পা রেখেছিলেন বিদ্যা বালন

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রয়াত চলচ্চিত্র পরিচালক গৌতম হালদার, তাঁর পরিচালিত ছবি ‘ভাল থেকো’-তে অভিনয় করেই সিনেমা জগতে পা রেখেছিলেন বিদ্যা বালন

প্রয়াত চলচ্চিত্র পরিচালক গৌতম হালদার। শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। গৌতম হালদার পরিচালিত ছবি ‘ভাল থেকো’-তে অভিনয় করেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন বিদ্যা বালন। গৌতম হালদারের এই ছবিতে বিদ্যা ছাড়াও অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্য়ায়, পরমব্রত চট্টোপাধ্যায়, দেবশঙ্কর হালদারের মতো অভিনেতারা। গৌতম হালদারের সেই ছবি জাতীয় পুরস্কারও পেয়েছিল। তবে শুধুই সিনেমা নয়, নাট্যজগতের উজ্জ্বল তারা ছিলেন গৌতম হালদার। একই সঙ্গে অভিনয় ও নাট্য পরিচালনায় দক্ষতা ছিল তাঁর। গৌতম হালদারের রক্তকরবী নাটকটি জনপ্রিয়তা শীর্ষে ছিল।

রাখি গুলজারকে নিয়ে ২০১৯ সালে ‘নির্বাণ’ নামে একটি ছবি পরিচালনা করেছিলেন গৌতম হালদার। রক্তকরবীর শতবর্ষে নাটকটি ফের মঞ্চে উপস্থাপিত করেন গৌতম হালদার। শম্ভু মিত্রের শেষ মঞ্চ উপস্থাপনা ‘দিনান্তের প্রণাম’-এও অংশ নেন গৌতম হালদার। ‘কাছের মানুষ’ বলে একটি নাটকের নির্দেশনাও দেন গৌতম হালদার। হীরু গঙ্গোপাধ্যায়, আমজাদ আলি খানকে নিয়ে তথ্যচিত্রও পরিচালনা করেছেন তিনি। আকাশ বাংলা নিউজ চ্যানেলের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক ছিল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!