Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ৫, ২০২৪

মুম্বইয়ের কাছে লজ্জাজনক হারে নক আউটে যাওয়ার কাজ কঠিন বাংলার

আরম্ভ ওয়েব ডেস্ক
মুম্বইয়ের কাছে লজ্জাজনক হারে নক আউটে যাওয়ার কাজ কঠিন বাংলার

রনজিতে আগের তিনটি ম্যাচে বাংলার জয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল আবহাওয়া। কখনো কুয়াশা, কখনো বৃষ্টির জন্য সুবিধাজনক জায়গায় থেকেও পুরো পয়েন্ট তুলতে পারেনি। মুম্বইয়ের বিরুদ্ধে ইডেনে আবহাওয়া ভাল থাকলেও ক্রিকেটাররাই ডুবিয়ে দিল বাংলাকে। মুম্বইয়ের কাছে ইনিংস ও ৪ রানে লজ্জার হার বাংলার। মুম্বইয়ের কাছে হেরে নক আউট পর্বে যাওয়ার কাজ কঠিন করে ফেলল মনোজ তেওয়ারির দল।

প্রথম ইনিংসে মুম্বই তুলেছিল ৪১২। জবাবে বাংলা গুটিয়ে যায় মাত্র ১৯৯ রানে। ২১৩ রানে এগিয়ে থেকে বাংলাকে ফলোঅন করায় মুম্বই। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়। দুই ওপেনার সৌরভ পাল (‌২৫)‌ ও শ্রেয়ানশ ঘোষ (‌৫)‌। সুদীপ ঘরামির (‌২০)‌ ব্যাটেও রানের খরা চলছে। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা অনুষ্টুপ মজুমদারও (‌১৪) ভরসা দিতে পারেননি। অধিনায়ক মনোজ তেওয়ারিরও একই অবস্থা। ক্রিজ আঁকড়ে পড়ে থেকে ৭৯ বলে ২৬ রান করেন মনোজ। ‌

বাংলার হয়ে কিছুটা লড়াই করেন অভিষেক পোড়েল। ৮৩ বলে ৮২ রান করে। করণ লাল করেন ১২। সুরজ সিন্ধু (‌৩)‌, মহম্মদ কাইফরা (‌৩)‌ রান পাননি। চা পানের বিরতির ১ ঘন্টার মধ্যেই ২০৯ রানে শেষ বাংলার ইনিংস। মুম্বইয়ের হয়ে দুরন্ত বোলিং করে ৭ উইকেট তুলে নেন মোহিত অবস্তি। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা।

৫ ম্যাচে ২৭ পয়েন্ট পেয়ে নক আউট পর্ব নিশ্চিত করে ফেলল মুম্বই। ৫ ম্যাচে বাংলার পয়েন্ট ১২। আর মাত্র দুটি ম্যাচ বাকি কেরল ও বিহারের সঙ্গে। দুটি ম্যাচ থেকে বাংলা সর্বোচ্চ ১৪ পয়েন্ট পেতে পারে। সেক্ষেত্রে বাংলা ২৬ পয়েন্টে পৌঁছবে। ২৬ পয়েন্টে পেয়ে নক আউট পর্বে যাওয়া যথেষ্ট কঠিন। ‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!