- এই মুহূর্তে দে । শ
- জুন ১০, ২০২৪
বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ বৃদ্ধি রেভান্নার

প্রাক্তন জনতা দল (সেকুলার) সাংসদ প্রজ্জ্বল রেভান্নাকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে ৪২তম চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট কোর্ট। তাঁর বিরুদ্ধে একাধিক মহিলাদের যৌন হেনস্থার অভিযোগ রয়েছে।
মে মাসে আদালত তাকে ৬জুন পর্যন্ত সিট হেফাজতে থাকার নির্দেশ দেয়। পরে ১০ জুন পর্যন্ত মেয়াদ বাড়ে। হেফাজতে থাকাকালীন সিটের গোয়েন্দারা তাঁকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেন। তদন্তকারীদের সংগ্রহ করা তথ্য প্রমাণ, একাধিক জবানবন্দীর ভিত্তিতে চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট কোর্ট রেভান্নাকে ২৪ জুন পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে থাকার নির্দেশ দেয়।
জেডি (এস) এর নেতা ও প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার বয়সী নাতি ৩৩ বছরের রেভান্না কর্ণাটকের হাসান লোকসভা কেন্দ্রে এবারের ভোটে পারজিত হন।
২৭ এপ্রিল তিনি জার্মানিতে পালিয়ে যা্ওয়ার চেষ্টা করলে, ইন্টারপোল তাঁর অবস্থান সম্পর্কে একটি ‘ব্লু কর্নার নোটিশ’ জারি করে। ৩১মে জার্মানি থেকে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরেই সিট আধিকারিকরা রেভান্নাকে হেফাজতে নেয়। ২৮ এপ্রিল হাসান জেলার হোলেনরাসিপুরায় তার বিরুদ্ধে একটি মামলা হয়। তাঁর বিরুদ্ধে পরিচারিকাকে যৌন অত্যাচারের অভিযোগ ওঠে। অভিযুক্ত রূপে রেভান্নার আগে ছিল তাঁর বাবা এইচ ডি রেভান্নার নাম।
প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে তিনটি যৌন হেনস্থা ও একটি নারী নির্যাতনের অভিযোগ রয়েছে।নির্বাচনের আগে, হাসানে, তাঁর বিরুদ্ধে একাধিক বিতর্কিত ভিডিও দাবানলের মতো ছড়িয়ে পড়ে। দেবগৌড়ার নাতির বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগগুলি সর্বসমক্ষে চলে আসে।ফল নির্বাচনে লজ্জাজনক পরাজয় । তাঁর দল জনতা দল(সেকুলার) তাঁকে বরখাস্ত করেছে।ব্রিটেনের কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন ২০১৫ সালের ভারতের সেরা ১০ উদীয়মান রাজনীতিবিদের তালিকায় তাঁর নাম নথিভুক্ত করেছিল। ব্রিটেন থেকে স্বীকৃতি পাওয়া প্রজ্জল রেভান্নাকে জুড়ে এখন শুধুই বিতর্ক।
❤ Support Us