Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • জানুয়ারি ১৩, ২০২২

আজ নবনীতা দেব সেনের জন্মদিন।

আরম্ভ ওয়েব ডেস্ক
আজ নবনীতা দেব সেনের জন্মদিন।

১৩ জানুযারি । আজ নবনীতা দেব সেনের জন্মদিন । দক্ষিণ কলকাতায় হিন্দুস্থান পার্কে ৭২ নম্বর  ‘ভালো-বাসা’ বাড়িতে ১৯৩৮ সালে তাঁর জন্ম। বাবা নরেন্দ্র দেব ও মাতা রাধারানী দেবীর মেয়ের নাম রেখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।

শৈশব থেকে লেখালেখি শুরু । ১৯৫৯ এ তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘প্রথম প্রত্যয়’ প্রকাশিত হয় এবং প্রথম উপন্যাস ‘আমি অনুপম’ ১৯৭৬ এ। কবিতা, প্রবন্ধ, রম্যরচনা, ভ্রমণ কাহিনী, উপন্যাস মিলে তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ৩৮ । ১৯৬০ সালে সুপরিচিত অর্থনীতিবিদ (পরবর্তীকালে নোবেলজয়ী) অমর্ত্য সেনের সঙ্গে বিবাহ । তাঁদের দুই কন্যা। অন্তরা ও নন্দনা।

১৯৯৯ সালে তিনি সাহিত্য একদেমি পুরস্কার পান নবনীতা, আত্মজীবনী মূলক রম্যরচনা ‘নটী নবনীতা’ জন্যে । এছাড়াও তিনি মহাদেবী বর্মা, ভারতীয় ভাষা পরিষদ ও অন্যান্য প্রতিষ্ঠান থেকে বিভিন্ন পুরস্কারে সম্মানিত হয়েছেন। পড়িয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ও বিদেশের বহু প্রতিষ্ঠানে । মায়ের জন্মদিনে পালন করতে নন্দনা কলকাতায় এসেছেন। জানিয়েছেন, কানাইদা এবারও মায়ের জন্মদিন পায়েস বানিয়েছে । মাযের পছন্দের ফুল চন্দ্রমল্লিকা নিয়ে চলে এসেছে ফুল দোকানির ছোটো মেয়ে । যাকে আদর করত মা। ভালোবাসায় আজ আবার আড্ডা বসছে, ঠিক আগে যেমন বসত। সবই আছে বই, বাড়ির আসবারপত্র, ছবি । নেই শুধু মা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!