Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • মে ১৭, ২০২৪

৭৭ তম কান চলচ্চিত্র উৎসবে ‘ভারত প্যাভিলিয়ন’-এর উদ্বোধন

আরম্ভ ওয়েব ডেস্ক
৭৭ তম কান চলচ্চিত্র উৎসবে ‘ভারত প্যাভিলিয়ন’-এর উদ্বোধন

ভূমধ্যসাগরের উপকূলে ফ্রান্সের দক্ষিণ-পূর্বের শহর কান। অন্যান্য বছরের মতো এই বছরেও শুরু হয়েছে বিশ্বের চলচ্চিত্র জগতের সবচেয়ে সম্মানজনক উৎসব  ‘৭৭তম কান চলচ্চিত্র উৎসব।’ উৎসব শুরু হয়েছে ১৪ মে, চলবে ২৫ মে পর্যন্ত।

২০০২ সাল থেকে এই উৎসব  ‘কান চলচ্চিত্র উৎসব’ নামে পরিচিতি পায়। এর আগে এটি পরিচিত ছিল ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’।এবারের উৎসবের প্রতিযোগিতা বিভাগের প্রধান জুরি মার্কিন অভিনেত্রী ও পরিচালক গ্রেটা গারউইগ। অন্যরা হলেন মার্কিন অভিনেত্রী লিলি গ্ল্যাডস্টোন, ফরাসি অভিনেত্রী ইভা গ্রিন, ফরাসি অভিনেত্রী ওমর সাই, টার্কিশ চিত্রনাট্যকার ও আলোকচিত্রী ইবরু সেলান, লেবাননের অভিনেত্রী ও নির্মাতা নাদিন লাবাকি, স্প্যানিশ নির্মাতা হুয়ান আন্তোনিও বায়োনা, ইতালীয় অভিনেতা পিয়েফ্রানসেস্কো ফ্যাভিনো ও জাপানি নির্মাতা কোরে-এডা হিরোকাজু। অন্যদিকে এবার উৎসবের ক্রিটিকস উইক শাখার প্রধান জুরির দায়িত্ব পালন করছেন স্প্যানিশ পরিচালক রুদ্রিগো সরোগয়েন।এ পর্যন্ত চলচ্চিত্র জগতের সাথে যুক্ত  ৮০ হাজার মানুষ কানে আমন্ত্রিত হয়েছেন। আমন্ত্রিতের তালিকায় আছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৪ হাজার সাংবাদিক ।
কানের অফিশিয়াল জুরি দুই ভাগে বিভক্ত—দ্য ফিচার ফিল্মস জুরি ও দ্য শর্টফিল্মস অ্যান্ড সিনেফনডেশন জুরি। জুরি সদস্যদের কোনো সিনেমা প্রতিযোগিতায় থাকতে পারে না।

উদ্বোধনী অনুষ্ঠানের পর স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে ফ্রান্সের কোয়ান্তাঁ দ্যুপিয়ো পরিচালিত ‘দ্য সেকেন্ড অ্যাক্ট’ ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে । এদিন ও দেশের  প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ফরাসি ভাষার কমেডি ছবিটি। এতে অভিনয় করেছেন ফরাসি তিন তারকা লেয়া সেদ্যু, ভাসোঁ লান্দোঁ ও লুই গারেল। লাল গালিচায় পরিচালকের সঙ্গে হাজির হয়েছেন তাঁরা। সবার দৃষ্টি ছিল অভিনেত্রী  মেরিল স্ট্রিপের দিকে। উৎসবটিতে এ নিয়ে মাত্র দুইবার দেখা দিলেন তিনি।গত বছর কানে স্বর্ণপাম জয় করা সারমেয়-অভিনেতা মেসি ছিল এবারের উৎসবে রেড কার্পেটের অন্যতম আকর্ষণ।

উদ্বোধনী অনুষ্ঠানসহ ‘দ্য সেকেন্ড অ্যাক্ট’ ছবিটি প্রদর্শন করেছে ফ্রান্সের প্রেক্ষাগৃহগুলি। এক্ষেত্রে আয়োজকদের সহায়তা করেছে ন্যাশনাল ফেডারেশন অব ফ্রেঞ্চ সিনেমাস (এফএনসিএফ), ন্যাশনাল সিনেমা সেন্টার (সিএনসি) এবং ফ্রেঞ্চ অ্যাসোসিয়েশন অব আর্টহাউস সিনেমাস (এএফসিএই)।কান ক্ল্যাসিকসে মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে পালে দে ফেস্টিভ্যাল ভবনের দ্যুবুসি থিয়েটারে দেখানো হয় কিংবদন্তি ফরাসি সম্রাট নেপোলিয়নের উত্থানকে কেন্দ্র করে নির্মিত ‘নেপোলিয়ন’ (১৯২৭)। ফ্রান্সের আবেল গঁস পরিচালিত ছবিটিকে রিটেক করতে ১৬ বছরের বেশি সময় লেগেছে। দুটি ভিন্ন যুগে বিভক্ত ৭ ঘণ্টা দৈর্ঘ্যের ‘নেপোলিয়ন’ ছবিটি। এর প্রথম অংশের দৈর্ঘ্য ৩ ঘণ্টা ৪০ মিনিট। কান উৎসবে দেখানো হয় এই সংস্করণ।খোলা আকাশের নিচে সাগরপাড়ে উৎসবের নির্বাচিত চলচ্চিত্রের প্রদর্শনী হচ্ছে যথারীতি। মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টা ৩০ মিনিটে দেখানো হয় ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত ড্যানি বয়েলের ‘ট্রেইন স্পটিং’।

কান চলচ্চিত্র উৎসবে ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’ দেখানো হয়েছিল ২০১৫ সালে। সেটার প্রিক্যুয়েল দেখানো হলো গত বুধবার।পরিচালনা করেছেন অস্ট্রেলিয়ার নির্দেশক জর্জ মিলার।

৭৭তম কান চলচ্চিত্র উৎসবের ক্লাসিক বিভাগে এবারে প্রদর্শিত হবে শ্যাম বেনেগাল পরিচালিত ছবি ‘মন্থন’-এর ‘রেস্টোর্ড’ সংস্করণ। ১৯৭৬ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে অভিনয় করেছিলেন স্মিতা পাতিল, নাসিরুদ্দিন শাহ ও গিরিশ কারনাড।মন্থন’ ভারতের প্রথম ‘ক্রাউড ফান্ডেড’ ছবি।১৯৭৭ সালে সেরা ছবির জাতীয় পুরস্কার জয়ী সিনেমাটি  নির্মাণে প্রায় ৫ লক্ষ চাষি প্রত্যেকে ২ টাকা করে দিয়েছিলেন শ্যাম বেনেগালকে, যা দিয়ে তৈরি হয় গোটা ছবিটি।

কানের লাল গালিচায় এবারেও হাজির বলিউড সুন্দরী অভিনেত্রী ঐশ্বর্য রাই। বিগত কুড়ি বছর ধরে তিনি আসেন এই উৎসবে। তবে এবারে তাঁর সফর সঙ্গী কন্যা আরাধ্যা। কিন্তু অভিনেত্রীর যে বিষয়টি এবারে দৃষ্টি আকর্ষণ করেছে তা হল তাঁর হাতের প্লাস্টার। এই নিয়ে অবশ্য সাংবাদিকদের করা প্রশ্ন এড়িয়ে গিয়েছেন তিনি। কিন্তু কানের রেড কার্পেটে সেই আহত দক্ষিণ হস্তটি কোনোরকম বাধা সৃষ্টি করেনি। বরঞ্চ এবারেও দর্শকদের মুগ্ধ করেছেন রাই-সুন্দরী। বয়স এখনও থাবা বসাতে পারেনি তাঁর শরীরে। ড্রামাটিক কালো-সোনালি স্ট্র্যাপলেস গাউন এবং তার সাথে  সাদা রঙা পাফ স্লিভ পরিহিতা হয়ে রেড কার্পেটে পা রাখা মাত্রই চারদিকে ওঠে হাত তালির বন্যা। তাঁর এই ছবি সমাজমাধ্যমে ভাইরাল হতে সময় নেয়নি। যা দেখে কেউ কেউ মন্তব্য করেছেন,’ভাঙা হাত নিয়েও যে কতটা পেশাদার হওয়া যায়, তা দেখিয়ে দিয়েছেন ঐশ্বর্য ।’

এবারে প্রথমবারের মতো কানের রেড কার্পেটে হাঁটলেন অভিনেত্রী কিয়ারা আডবানি।এবারের উৎসবে যোগ দিয়েছেন অদিতি রাও হায়দারি এবং শোভিতা ধুলিপালার মতো সেলেবরাও। চলচ্চিত্র উৎসবে ভারত প্যাভিলিয়নের সূচনা হয়েছে।সূচনা করেন ফ্রান্সে নিযুক্ত ভারতীয় দূত শ্রী জাভেদ আসরফ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব শ্রী সঞ্জয় জাজু।এবারের চলচ্চিত্র উৎসবে এই প্রথম অংশ নিচ্ছে জম্মু ও কাশ্মীর। ভূস্বর্গে  আন্তর্জাতিক চলচ্চিত্র সংস্থাগুলিকে শুটিং করার জন্য আহ্বান জানানোরও চেষ্টা চালানো হচ্ছে বলে জানা গেছে।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!