Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ১৭, ২০২৪

উদয়পুর থেকে গ্রেফতার মুম্বইয়ে ভেঙে পড়া হোর্ডিংয়ের মালিক ভবেশ ভিন্দে

আরম্ভ ওয়েব ডেস্ক
উদয়পুর থেকে গ্রেফতার মুম্বইয়ে ভেঙে পড়া হোর্ডিংয়ের মালিক ভবেশ ভিন্দে

১৩ মে মু্ম্বইয়ের ঘাটকোপারে ধুলোঝড়ে ভেঙে পড়া বিজ্ঞাপনের হোর্ডিং সংস্থার মালিক ভবেশ ভিন্দেকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা। বৃহস্পতিবার উদয়পুর থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। হোর্ডিং ভেঙে পড়ার দিন থেকেই নিখোঁজ ছিলেন ভবেশ ভিন্দে।

ঘাটকোপারে পেট্রোল পাম্পের পাশে ভেঙে পড়া বিজ্ঞাপনের হোর্ডিংয়ের নীচে চাপা পড়ে এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। হোর্ডিং ভেঙে পড়ার পর থেকেই মালিকের খোঁজে তল্লাশি চালাচ্ছিল মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা। ভবেশ ভিন্দের খোঁজে বিভিন্ন জায়গায় হানা দেয়। কিন্তু তাঁর মোবাইল ফোন বন্ধ ছিল। শেষ পর্যন্ত গোপনসূত্রে খবর পেয়ে ভবেশকে উদয়পুর থেকে গ্রেফতার করা হয়। হোর্ডিং ধসে পড়ার পরে মুম্বইয়ের পন্ত নগর পুলিশ তাঁর বিরুদ্ধে ৩০৪ (হত্যা), ৩৩৮ (গুরুতর আঘাতের কারণ), ৩৩৭ (কাজের অবহেলার দ্বারা আঘাত করা) এবং ৩৪ ধারায় এফআইআর নথিভুক্ত করেছে।

মুম্বই পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) লক্ষ্মী গৌতম বলেন, ‘‌ভিন্দেকে উদয়পুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে তিনি এক আত্মীয়ের হোটেলে ছিলেন। আমাদের দল ভিন্দেকে খুঁজে বার করার চেষ্টা করছিল। অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে খুঁজে পেয়েছে।’ নিজের ফোন বন্ধ রেখে ভিন্দে অন্য একটি মোবাইল ব্যবহার করছিলেন।

গোপনসূত্রে খবর পেয়েছ ডিসিপি বিশাল ঠাকুরের নেতৃত্বে একটা দল বৃহস্পতিবার সকালে উদয়পুরের উদ্দেশ্যে রওনা হয়। তাদের কাছে খবর ছিল, ভিন্দে উদয়পুরে একটা হোটেলে লুকিয়ে আছেন। আজ সন্ধ্যার মধ্যে তাঁকে শহরে নিয়ে আসা হবে এবং পুলিশ হেফাজতের জন্য আদালতে তোলা হবে। নিয়ম বিরুদ্ধভাবে ১২০x‌১২০ ফুট বিশাল হোর্ডিং কীভাবে স্থাপন করেছিলেন, তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশের কাছে বিষয়টি স্পষ্ট হবে। কোনও সরকারি কর্তার সঙ্গে যোগসাজশে এই কাজ করেছে কিনা, খতিয়ে দেখবে পুলিশ।

তদন্তে পুলিশ জানতে পেরেছে যে, ভিন্দের বিরুদ্ধে এই বছরের শুরুতে একটা ধর্ষণ মামলা করা হয়েছে। ২০১৬ সালে মুলুন্ড থানায় একটা প্রতারণার মামলাও রয়েছে। মুলুন্ড থেকে ২০০৯ সালে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ভিন্ডে। ২০০৯ সাল পর্যন্ত মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন আইনের অধীনে অনুমতি ছাড়া হোর্ডিং স্থাপন করার জন্য তাঁকে ২১ বার জরিমানা করা হয়েছিল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!