- প্রচ্ছদ রচনা
- জানুয়ারি ২০, ২০২২
ফেডারেল বিচারপতির পদে আমেরিকান বাঙালি মহিলা ।

মার্কিন যুক্তরাষ্ট্রে ফেডারেল বিচারপতি মনোনীত হলেন নুসরাত জাহান চৌধুরী । তাঁর পূর্বপুরুষরা ছিলেন বাংলাদেশের বাসিন্দা । বিচারপতি হিসেবে তাঁকে মনোনীত করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন—হোয়াইট হাউজের বিবৃতিতে একথা বলা হয়েছে । প্রেসিডেন্ট বাইডেনের আমেরিকার বিচার বিভাগে বৈচিত্র্য আনতে চান । তাঁর মনোনয়ন সেনেটে পাশ হলে, নুসরাত জাহান চৌধুরী হবেন প্রথম বাংলাদেশি আমেরিকান বিচারপতি।
প্রেসিডেন্ট আটজনকে মনোনীত করেছেন । তাঁদের সবাই অসাধারণ যোগ্যতাসম্পন্ন, অভিজ্ঞ । ২০২০ সাল পর্যন্ত ইলিনয় অঙ্গরাজ্যের আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের লিগ্যাল ডিরেক্টর ছিলেন নুসরাত । ২০০৮ সাল থেকে নিউইয়র্কে আমেরিকার সিভিল রাইটস ইউনিয়নে বিভিন্ন পদের দায়িত্ব সামলেছেন । ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি রেসিয়াল জাস্টিস প্রোগ্রাম-এর ডেপুটি ডিরেক্টর ছিলেন। ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত রেসিয়াল জাস্টিস প্রোগ্রাম-এর সিনিয়র স্টাফ অ্যাটর্নি ছিলেন । মার্কিন বিচার ব্যবস্থায় অঙ্গনে সুপরিচিত নুসরাত জাহান চৌধুরী যুক্তরাষ্ট্রের ইয়েল ল স্কুল, প্রিন্সটন স্কুল অব পাবলিক অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং কলাম্বিয়া ইউনিভার্সিটিতে পড়াশুনা করেছেন । মেধাবী ছাত্রী এবং প্রতিভাবান আইনজ্ঞকে মনোনীত করে আমেরিকান বিচার ব্যবস্থায় নতুন ধারা সংযোজিত করলেন প্রেসিডেন্ট জো বাইডেন।
❤ Support Us