Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • জানুয়ারি ২০, ২০২২

ফেডারেল বিচারপতির পদে আমেরিকান বাঙালি মহিলা ।

আরম্ভ ওয়েব ডেস্ক
ফেডারেল বিচারপতির পদে আমেরিকান বাঙালি মহিলা ।

মার্কিন যুক্তরাষ্ট্রে ফেডারেল বিচারপতি মনোনীত হলেন নুসরাত জাহান চৌধুরী । তাঁর পূর্বপুরুষরা ছিলেন বাংলাদেশের বাসিন্দা । বিচারপতি হিসেবে তাঁকে মনোনীত করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন—হোয়াইট হাউজের বিবৃতিতে একথা বলা হয়েছে । প্রেসিডেন্ট বাইডেনের আমেরিকার বিচার বিভাগে বৈচিত্র্য আনতে চান । তাঁর মনোনয়ন সেনেটে পাশ হলে, নুসরাত জাহান চৌধুরী হবেন প্রথম বাংলাদেশি আমেরিকান বিচারপতি।

প্রেসিডেন্ট আটজনকে মনোনীত করেছেন । তাঁদের সবাই অসাধারণ যোগ্যতাসম্পন্ন, অভিজ্ঞ । ২০২০ সাল পর্যন্ত ইলিনয় অঙ্গরাজ্যের আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের লিগ্যাল ডিরেক্টর ছিলেন নুসরাত । ২০০৮ সাল থেকে নিউইয়র্কে আমেরিকার সিভিল রাইটস ইউনিয়নে বিভিন্ন পদের দায়িত্ব সামলেছেন । ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি রেসিয়াল জাস্টিস প্রোগ্রাম-এর ডেপুটি ডিরেক্টর ছিলেন। ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত রেসিয়াল জাস্টিস প্রোগ্রাম-এর সিনিয়র স্টাফ অ্যাটর্নি ছিলেন । মার্কিন বিচার ব্যবস্থায় অঙ্গনে সুপরিচিত নুসরাত জাহান চৌধুরী যুক্তরাষ্ট্রের ইয়েল ল স্কুল, প্রিন্সটন স্কুল অব পাবলিক অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং কলাম্বিয়া ইউনিভার্সিটিতে পড়াশুনা করেছেন । মেধাবী ছাত্রী এবং প্রতিভাবান আইনজ্ঞকে মনোনীত করে আমেরিকান বিচার ব্যবস্থায় নতুন ধারা সংযোজিত করলেন প্রেসিডেন্ট জো বাইডেন।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
homepage block Mainul Hassan and Laxman Seth
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!