Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • জুন ১০, ২০২৩

ওসামা বিন লাদেনের সঙ্গে তুলনা ! রাহুলের দাড়ি নিয়ে কটাক্ষ বিজেপি নেতার, ‘মোদিজিকে সরিয়ে প্রধানমন্ত্রী হতে চাইছেন সোনিয়া-তনয়।’

আরম্ভ ওয়েব ডেস্ক
ওসামা বিন লাদেনের সঙ্গে তুলনা ! রাহুলের দাড়ি  নিয়ে কটাক্ষ বিজেপি নেতার, ‘মোদিজিকে সরিয়ে প্রধানমন্ত্রী হতে চাইছেন সোনিয়া-তনয়।’

কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ওসামা বিন লাদেনের সঙ্গে তুলনা করে বিতর্কে জড়ালেন বিহারের বিজেপি সভাপতি সম্রাট চৌধুরী। শুক্রবার আরারিয়ায় একটি জনসভায় ভাষণ দেওয়ার সময়, বিজেপির এই নেতা দাবি করেছিলেন যে রাহুল গান্ধী দাড়ি বাড়িয়ে ওসামা বিন লাদেনে রূপান্তরিত হয়েছিলেন এবং নরেন্দ্র মোদির মতো প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্খা প্রকাশ করেছিলেন।

বিহারের বিজেপির সভাপতি সম্রাট চৌধুরী রাহুল গান্ধীর রাজনৈতিক অভিজ্ঞতা ও বিচক্ষণতা নিয়েও প্রশ্ন তোলেন।
সম্রাট চৌধুরী রাহুল গান্ধীকে ‘শিশু’ বলে উল্লেখ করেন এবং তাঁর রাজনৈতিক বিচক্ষণতা নিয়ে সরাসরি এই সভা থেকে প্রশ্ন তোলেন। বিজেপির এই নেতার যুক্তি, ৫০ বছর বয়সে রাহুল গান্ধীর প্রয়োজনীয় রাজনৈতিক বুদ্ধির অভাব রয়েছে। এর পর তিনি বলেন, রাহুল গান্ধীর বুদ্ধবৃত্তিকে  একটি শিশুর বুদ্ধিবৃত্তিক ক্ষমতার সঙ্গে তুলনা করেন।

লাভ জিহাদের ইস্যুতে সম্রাট চৌধুরী বলেন,  বিহারে বিজেপি সরকার গঠিত হলে লাভ জিহাদিদের চিহ্নিত করে তাদের বিচার করা হবে। তিনি আরও জোরের সঙ্গে বলেন, যারা গরু জবাইয়ের সাথে জড়িত তারাও আইনি পরিণতির মুখোমুখি হবে।সম্রাট চৌধুরীর বক্তব্যে  বাংলাদেশী অনুপ্রবেশকারীদের চিহ্নিত ও নির্বাসনে বিজেপির প্রতিশ্রুতির কথাও স্পষ্ট হয়ে ওঠে। ভারতে বসবাসরত পাকিস্তানের প্রশংসাকারী ব্যক্তিদের সমালোচনাও এদিন তাঁর বক্তব্যে তিনি উল্লেখ করেন।

এখানেই শেষ নয়, এদিনের সভা থেকে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে কটাক্ষ করে সম্রাট চৌধুরী বিরোধী ঐক্যের বিষয়ে নীতিশ কুমারের অবস্থানের সমালোচনা করে বলেন,  প্রধানমন্ত্রী পদের প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত নিতে বিরোধীরা দ্বিধাগ্রস্থ, অক্ষম। সম্রাট চৌধুরীর বলেন , নীতীশ কুমারের মানসিক অবস্থা গজনি ছবির আমির খানের চরিত্রের সঙ্গে মিলে যাচ্ছে। এর পর সম্রাট চৌধুরী প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রকল্পের প্রসঙ্গ টেনে বিরোধী নীতিশ কুমারের প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষাকে উল্লেখ করে বিরোধী জোটের সমালোচনা করেন। বিহারের বিজেপি সভাপতির এই বিতর্কিত বক্তব্যে এই অঞ্চলের তীব্র রাজনৈতিক উত্তেজনা স্পষ্ট হয়ে উঠেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!