Advertisement
  • এই মুহূর্তে
  • এপ্রিল ৮, ২০২২

মা উড়ালপুলে বাইক দুর্ঘটনায় মৃত আরোহী, জখম চালক ।

মৃত বাইকারোহীর নাম শুভম কুমার। বয়স ২১ বছর। ভিআইপি নগরের বাসিন্দা।

আরম্ভ ওয়েব ডেস্ক
মা উড়ালপুলে বাইক দুর্ঘটনায় মৃত আরোহী, জখম চালক ।

প্রতীকী ছবি ।

মা উড়ালপুলে আবার বাইক দুর্ঘটনা। উড়ালপুলের গার্ড ওয়ালে ধাক্কা লেগে মদ্যপ চালকের বেপরোয়া বাইক থেকে ছিটকে নিচে পড়ে গিয়ে মৃত্যু হল আরোহীর । জখম হয়েছেন চালক।শুক্রবার ভোরে মা উড়ালপুল এবং এজেসি বোস রোডের সংযোগস্থলে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, উড়ালপুলের পশ্চিমের ওই অংশে বাইক চলাচল নিষিদ্ধ। শুধুমাত্র বড়ো গাড়ি যাতায়াত করে এই অংশ দিয়ে। তা ছাড়া বৃহস্পতিবার রাতে ওই স্থানে উড়ালপুল রক্ষণাবেক্ষণের কাজও চলছিল। তাই গার্ড রেল দিয়ে বন্ধ করা ছিল রাস্তা। কিন্তু বাইক চালক গার্ড রেলের ফাঁক গলে ভিতরে ঢুকে পড়েন। এজেসি বোস রোডের সংযোগ স্থলে দ্রুতগতি বাইকটি বাঁক নিতে গেলে দুর্ঘটনা ঘটে। উড়ালপুলের গার্ডওয়ালে ধাক্কা লেগে ছিটকে পড়ে গাড়িটি। বাইকের পিছনে বসা আরোহী বেসামাল হয়ে বাইক থেকে ছিটকে পড়ে যান নীচে সার্কাস অ্যাভিনিউয়ের উপর। পুলিশ জানিয়েছে, উড়ালপুল থেকে নীচে পড়ে গুরুতর জখম হন ওই বাইকারোহী। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

মৃত বাইকারোহীর নাম শুভম কুমার। বয়স ২১ বছর। ভিআইপি নগরের বাসিন্দা। তাঁর সঙ্গী জখম বাইক চালকের নাম অঙ্কিত কুমার। তিনিও ভিআইপি নগরেরই বাসিন্দা বয়স ২১। পুলিশ জানিয়েছে, এই বাইক চালক মদ্যপ অবস্থায় ছিলেন। রুবির দিক থেকে আসার সময় তিনি রক্ষণাবেক্ষণের জন্য সামান্য দূরত্বে রাখা গার্ড রেলের ফাঁক গলে গরিয়ার র‌্যাম্পে ঢুকে পড়েন। বাইকের গতিবেগ বেশি থাকায় মদ্যপ চালকের পক্ষে টার্ন নিতে যাওয়ার সময় সামাল না দিতে পেরেই ঘটে গেল এই দুর্ঘটনা। আবার অসময়ে হারিয়ে গেল একটি প্রাণ।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!