Advertisement
  • এই মুহূর্তে
  • ফেব্রুয়ারি ৯, ২০২২

যা খুশী পরবেন নারী, হিজাব ইস্যুতে টুইটে সরব প্রিয়াঙ্কা

যা খুশী পরবেন নারী, হিজাব ইস্যুতে টুইটে সরব প্রিয়াঙ্কা

বিকিনি, জিনস, ঘোমটা, হিজাবের মধ্যে কোনটা পরবেন, তা মহিলারাই ঠিক করবেন টুইট করে বললেন প্রিয়াঙ্কা গান্ধী । তাঁর স্পষ্ট বক্তব্য পোশাক পরার স্বাধীনতা ভারতের সংবিধান দিয়েছে। কেউ এ ব্যাপারে হস্কক্ষেপ করতে পারেন না। একজন নারী ঠিক করবেন তিনি কোন ধরণের পোশাক পরবেন । পোশাক পরা নিয়ে মহিলাদের অসম্মান ও হেনস্থা বন্ধ করার দাবি জানিয়েছেন কংগ্রেস নেত্রী । হ্যাশট্যাগ দিয়ে প্রিয়াঙ্কা লিখেছেন—লড়কি হুঁ, লড় সকতি হুঁ । উত্তরপ্রদেশের ভোট প্রচারে এই স্লোগানটিই হাতিয়ার করেছিলেন প্রিয়াঙ্কা। নারী শক্তির প্রতি তাঁর আস্থা কতখানি তা তিনি বুঝিয়ে দিচ্ছেন বারবার ।

প্রসঙ্গত, গত মাসে কর্নাটকের উদিপীর গভর্নমেন্ট গার্লস পি ইউ কলেজ থেকে শুরু হয় হিজাব বিতর্ক।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!