- এই মুহূর্তে
- ফেব্রুয়ারি ৯, ২০২২
যা খুশী পরবেন নারী, হিজাব ইস্যুতে টুইটে সরব প্রিয়াঙ্কা

বিকিনি, জিনস, ঘোমটা, হিজাবের মধ্যে কোনটা পরবেন, তা মহিলারাই ঠিক করবেন টুইট করে বললেন প্রিয়াঙ্কা গান্ধী । তাঁর স্পষ্ট বক্তব্য পোশাক পরার স্বাধীনতা ভারতের সংবিধান দিয়েছে। কেউ এ ব্যাপারে হস্কক্ষেপ করতে পারেন না। একজন নারী ঠিক করবেন তিনি কোন ধরণের পোশাক পরবেন । পোশাক পরা নিয়ে মহিলাদের অসম্মান ও হেনস্থা বন্ধ করার দাবি জানিয়েছেন কংগ্রেস নেত্রী । হ্যাশট্যাগ দিয়ে প্রিয়াঙ্কা লিখেছেন—লড়কি হুঁ, লড় সকতি হুঁ । উত্তরপ্রদেশের ভোট প্রচারে এই স্লোগানটিই হাতিয়ার করেছিলেন প্রিয়াঙ্কা। নারী শক্তির প্রতি তাঁর আস্থা কতখানি তা তিনি বুঝিয়ে দিচ্ছেন বারবার ।
প্রসঙ্গত, গত মাসে কর্নাটকের উদিপীর গভর্নমেন্ট গার্লস পি ইউ কলেজ থেকে শুরু হয় হিজাব বিতর্ক।
❤ Support Us