Advertisement
  • দে । শ
  • মে ৩, ২০২৩

বিলকিস মামলার শুনানি আগামী ৯মে । মামলার কাজে গড়মসি নিয়ে বিচারপতির উষ্মা

আরম্ভ ওয়েব ডেস্ক
বিলকিস মামলার শুনানি আগামী ৯মে । মামলার কাজে গড়মসি নিয়ে বিচারপতির উষ্মা

সুপ্রিম কোর্টে আগামী ৯ মে ২০০২ সালে গুজরাট দাঙ্গাকালীন বিলকিস বানুকে গণধর্ষণ এবং তাঁর পরিবারের একাধিক সদস্যকে খুনের ঘটনার শুনানি হবে। বিলকিস বানুর ১১জন ধর্ষককে মুক্তি দেওয়ার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে একাধিক আবেদন দায়ের হয়েছে। জেল থেকে মুক্তি পাওয়া ধর্ষকদের আইনজীবীরা জানিয়েছেন, বিলকিস বানু ১১জন ধর্ষককে মুক্তি দেওয়ার বিরোধিতা করে যে আবেদন করেছেন, এর জেরে এপর্যন্ত কোনও নোটিশ দেওয়া হয়নি। এব্যাপারে সুপ্রিম কোর্টের বিচারপতি কেএম জোশেফ এবং বিচারপতি বিভি নাগরত্নের বেঞ্চ সলিসিটর জেনারেল তুষার মেহতাকে বলেছে, এটা স্পষ্ট যে আপনারা চাইছেন না সুপ্রিম কোর্টের এই বেঞ্চে এই মামলার শুনানি হোক। প্রসঙ্গত, এই মামলায় সলিসিটর জেনারেল সুপ্রিম কোর্টে হাজির ছিলেন গুজরাট সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফে।

বিলকিস বানুকে গণধর্ষণ ও তাঁর পরিবারের একাধিক সদস্যকে খুনের দায়ে দোষী সাব্যস্তদের ইতিমধ্যেই জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ওদের আইনজীবীদের তরফে বলা হয়েছে, বিলকিস বানু সুপ্রিম কোর্টে যে আবেদন করেছেন, সেই আবেদনের জবাব দিতে আরও কিছুটা সময় দরকার। এপ্রসঙ্গে বিচারপতি জোশেফ বলেছেন, আগামী ১৬ জুন গ্রীষ্মাবকাশ চলাকালীন অবসর নেবেন তিনি। সুপ্রিম কোর্টে তাঁর কাজের শেষদিন ১৯ মে। ফলে গরমের ছুটি চলাকালীনই সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি চলবে। প্রসঙ্গত, বিচারপতি কেএম জোশেফের বোন বিচারপতি বিভি নাগরত্ন চলতি মাসের ২৫ তারিখ পর্যন্ত সিঙ্গাপুরে একটি কনফারেন্সে যোগ দিতে দেশের বাইরে যাচ্ছেন।

বিলকিস বানু-কাণ্ডে যে ১১জন অভিযুক্তকে জেল থেকে ছেড়ে দেওয়া নিয়ে তুমুল বিতর্ক ছড়িয়েছে, সেই মামলার কাজে গড়মসি নিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি কেএম জোশেফ কার্যত মুক্তিপ্রাপ্তদের আইনজীবীদের তিরস্কার করেছেন। বিচারপতি কেএম জোশেফ বলেন, কোনও মামলায় আপনারা জিততে পারেন, আবার কোনও মামলায় হারতেও পারেন। কিন্তু যদি আদালতের প্রতি দায়বদ্ধতা কিংবা কর্তব্য পালন না করাটা কোনওমতেই উচিত কাজ নয়।

বিলকিস বানুর ধর্ষকদের পক্ষে আইনজীবী ঋষি মালহোত্রা সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চে পাল্টা বলেন, বিষয়টি নিয়ে তাড়াহুড়ো করা ঠিক হবে না। প্রসঙ্গত, গত ১৮ এপ্রিল বিলকিস বানু-কাণ্ডে ১১জন দোষী সাব্যস্তকে কেন জেল থেকে ছেড়ে দেওয়া হল, এনিয়ে গুজরাট সরকারের জবাবদিহি তলব করেছে সুপ্রিম কোর্ট।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!