Advertisement
  • এই মুহূর্তে
  • জুলাই ৬, ২০২২

বিমান বসুই আবার ফ্রন্টের শীর্ষে ।

আরম্ভ ওয়েব ডেস্ক
বিমান বসুই আবার ফ্রন্টের শীর্ষে ।

যুগের সঙ্গে তাল মিলিয়ে বাম শিবিরে আগামী প্রজন্মকে জায়গা করে দিতেই বামেদের অন্দরে প্রবীণ নেতৃত্বের বয়সের সীমা বেঁধে দিয়েছে আলিমুদ্দিন । কেন্দ্রীয় কমিটির সদস্য থাকার জন্য বয়সের ঊর্দ্ধসীমা ৭৫ আর রাজ্য কমিটির ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৭২। সিপিএম দলের সর্বস্তরে এখন এই বয়স-নীতি কার্যকর করছে। বিমান বসু শারীরিক ভাবে সম্পূর্ণ সুস্থ থাকলেও কোনও ভাবেই দলীয় নীতির ‘ব্যতিক্রম’ হতে চাননি । বয়স-নীতি মেনে দলের সব পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। কিন্তু বামফ্রন্ট পরিচালনায় বিমানবাবুর দীর্ঘ দিনের অভিজ্ঞতা ও তাঁর কুশলতা মাথায় রেখে সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলী তাঁকেই আবার বামফ্রন্টের চেয়্যারম্যান হিসেবে দ্বিয়াত্ব দিতে চান । দলের রাজ্য কমিটির বৈঠকের শেষ দিনে, আজ, বুধবার আনুষ্ঠানিক ভাবে ওই সিদ্ধান্ত গৃহীত হবে।

সিপিএমের অন্দরমহলে  নানা বিষয়ে শরিকদের মধ্যে মতের ফারাক থাকলেও বামফ্রন্টের মাথায় অশিতীপর  বিমানবাবুকেই দেখতে চেয়েছেন সব শরিক দলের নেতৃত্ব। সেই ভাবনায় একমত সিপিএমের রাজ্য নেতৃত্বও। দলের প্রথা মেনে বামফ্রন্টের চেয়ারম্যান পদে আবার তাঁর নামেই আনুষ্ঠানিক সিলমোহর পড়তে চলেছে।

দু’দিনের রাজ্য কমিটির বৈঠকের প্রথম দিন, মঙ্গলবার বিভিন্ন সাংগঠনিক কমিটি ও সাব-কমিটি গঠন এবং পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। শুধুই রাজ্য স্তরের বিষয় নয় পঞ্চায়েত স্তরের নানা সমস্যা চিহ্নিত করে কর্মসূচী গড়ে তোলার কথা হয়েছে এ দিনের বৈঠকে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!