- দে । শ
- এপ্রিল ২১, ২০২৪
স্কুল ছুট, নারী পাচার রুখতে বসিরহাটে ফুলবাড়ি মাদ্রাসার হাজিরা এবার বায়োমেট্রিকে

স্কুলে ছেলেমেয়েদের পাঠিয়ে দুশ্চিন্তায় সময় কাটানোর দিন শেষ। ছেলে মেয়ে স্কুলে পৌঁছলো কি না কিংবা স্কুল ছুটি হল কখন এবার জানা যাবে মোবাইলের মেসেজ দেখে। বসিরহাটের ফুলবাড়ি আমিনিয়া হাই মাদ্রাসায় বসেছে ছাত্র ছাত্রীদের হাজিরার বায়োমেট্রিক মেশিন। কাজের প্রলোভন দেখিয়ে স্কুল পড়ুয়াদের পাচারের ঘটনা আকচার ঘটছে সীমান্তবর্তী এলাকায়। বিশেষ করে দারিদ্রের সুযোগ নিয়ে মেয়েদের নানা রকম টোপ দিয়ে পাচারকারীরা তাদের কাজ হাসিল করে। পাচারকারিদের লক্ষ্য স্কুল পড়ুয়া কিশোরীদের ফুসলিয়ে নিয়ে যাওয়া। এনিয়ে পুলিশ, প্রশাসন পঞ্চায়েত নানা ভারে সচেতনতার কাজ করে যাচ্ছে। নারী পাচার রুখতে স্বেচ্ছাসেবী সংস্থাগুলিও কাজ করছে। ছাত্র ছাত্রীদের ওপর বিশেষ নজর রাখতে বসিরহাট ব্লকে ফুলবাড়ি আমিনিয়া হাই মাদ্রাসায় চালু হল বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা। আর ক্লাসে নাম ডেকে খাতায় হাজিরা নয় । তার বদলে বায়োমেট্রিক এর মাধ্যমে স্কুলে প্রবেশ করতে হবে এবং বায়োমেট্রিক দিয়েই স্কুল থেকে বাহির হতে হবে পড়ুয়াদের এই হাজিরা পদ্ধতির সুফল পেয়েছে বসিরহাটের ফুলবাড়ি আমিনিয়া হাই মাদ্রাসার ছাত্রছাত্রীরা।
আলিয়া ইউনিভার্সিটির রেজিস্টার ডক্টর সৈয়দ নূরুল সালাম, বসিরহাট মহকুমার অতিরিক্ত স্কুল পরিদর্শক স্নিগ্ধা জানা দাস, বসিরহাটের অদিতি মিত্র, প্রধান শিক্ষক শারাফাত রেজামিন, জেলা পরিষদের সদস্য শাহানুর মন্ডল, মাদ্রাসার পরিচালন সমিতির সভাপতি জগন্নাথ মন্ডলের উপস্থিতিতে বায়োমেট্রিক পদ্ধতিতে পড়ুয়াদের অভিভাবকরা খুশি। মাদ্রাসা কর্তৃপক্ষে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। মাদ্রাসা সূত্রে জানান, ছাত্র-ছাত্রীদের পরিচয়পত্র ছোঁয়ালেই স্কিনে ভেসে উঠবে তার ছবি ও নাম। স্কুলে প্রবেশের পরে পড়ুয়াদের অভিভাবকের কাছে পৌঁছে যাবে এসএমএস। একই ভাবে ছুটির পর বাড়ি ফেরার সময় আরেকটি এসএমএস যাবে। এই পদ্ধতি চালু হওয়ায় নিশ্চিন্ত অভিভাবকরা। অভিভাবকরা বলেন, এটা খুবই কার্যকরী পদক্ষেপ। কেননা বাড়ি থেকে বেরনোর পর বা স্কুল ছুটির পর না ফেরা পর্যন্ত আমাদের চিন্তা থাকে। আমরা আজকে মেসেজের মাধ্যমে জানতে পারছি যে আমাদের ছেলে বা মেয়ের অবস্থান জানতে পারছি।
❤ Support Us