- এই মুহূর্তে
- মে ২০, ২০২২
মাংস আনতে বলায় রেগে অগ্নিশর্মা স্বামী, স্ত্রীর গলায় কোপ মেরে খুন
বাড়িতে মেয়ে জামাইয়ের জন্য মাংস নিয়ে আসতে বলাই গলায় কোদালের কোপ মেরে স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে।

প্রতীকী চিত্র ।
বাড়িতে এসেছে মেয়ে জামাই। রাতের খাবার পাতে জামাইকে একটু ভালো মন্দ দিতেই মাংস কিনে আনতে বলেছিলেন স্বামীকে। তাতেই ক্ষিপ্ত হয়ে কোদাল দিয়ে কুপিয়ে মহিলাকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার বারা গ্রামে। নিহতের নাম রাধারানি কোনাই। তাঁর বাড়ি নলহাটি থানার বারা গ্রামের কোনাই পাড়ায়। ঘটনায় অভিযুক্ত স্বামী প্রভাত কোনাইকে আটক করেছে নলহাটি থানার পুলিস।
জানা গিয়েছে, বৃহস্পতিবার প্রভাত ও রাধারানি কোনাই- চেয়েছিলেন মেয়ে-জামাইকে একটু ভালো রান্না করে খাওয়াতে। শ্বশুর বাড়ি থেকে কতদিন বাদে বারা গ্রামে বাপের বাড়িতে এসেছে মেয়ে সঙ্গে জামাইও। তাই স্বামীকে মাংস নিয়ে আসতে বলেন রাধারানি। তারপরেই বচসা বাধে স্বামী ও স্ত্রীর। অভিযোগ সেই সময় প্রভাত কোনাই তার স্ত্রীর গলায় কোদাল দিয়ে কোপ মারে। চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে আসেন।
স্থানীয় সূত্রে খবর, সন্ধ্যের সময় মত্ত অবস্থায় বাড়িতে আসেন প্রভাত কোনাই । তখনই জামাই-আদরের জন্য স্বামীকে মাংস কিনে আনতে বলেন রাধারানি। সে নিয়ে স্বামী-স্ত্রীর বচসা হয়। অভিযোগ, রাগের বশে প্রভাত স্ত্রীর গলায় কোদাল দিয়ে কোপ মারেন।রক্তাক্ত অবস্থায় রাধারানি কোনাইকে উদ্ধার করে প্রথমে লোহাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাতেই রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তার মৃত্যু হয় তাঁর। ইতিমধ্যেই নলহাটি থানার পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে ।সমাজের সব স্তরেই মানুষের মধ্যে ধৈর্যচূত্যি ঘটছে । বিগত কয়েক বছরে এ ধরণের ঘটনা বারবার সামনে আসছে । আর্থিক অনটন, কর্মহীনতা, লালসা, ক্ষোভের জ্বালা মেটাতে রাগের বসে সাময়িক অন্ধ হয়ে গিয়ে জঘন্য অপরাধ ঘটাচ্ছে মানুষ । যার ফলে নষ্ট হয়ে যাচ্ছে একাধিক পরিবার ।
❤ Support Us