Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • নভেম্বর ২৫, ২০২২

জন্মদিনে শক্তিকে নিয়ে বিশেষ উদযাপন আজ

আরম্ভ ওয়েব ডেস্ক
জন্মদিনে শক্তিকে নিয়ে বিশেষ উদযাপন আজ

চিত্র: সংগৃহিত

বাংলা কবিতার কিংবদন্তি শক্তি চট্টোপাধ্যায়ের আজ জন্মদিন। সন্ধ্যা ৬টায়, বাংলা আকাদেমির সভাঘরে তাঁকে স্মরণ করবেন তাঁর উত্তরকালের অনুগামী আর প্রজন্মের গুণমুগ্ধরা। শক্তির কবিতা নিয়ে বলবেন বাক-ঋদ্ধ সমালোচক জহর সেন মজুমদার । শ্রীজাত, যশোধরা রায় চৌধুরী, বিনায়ক বন্দ্যোপাধ্যায়, অর্ণব সাহার আবূত্তির কন্ঠস্বরে জেগে উঠবেন সর্বকালের শক্তি। বিজিৎকুমার ভট্টাচার্য ছাড়া, পঞ্চাশের অশ্বারোহী কবিদের সবাই প্রয়াত। বাংলাদেশে, ঢাকায়। কবিদের শহর শিলচরেও। এখন স্মরণেই ফিরে আসেন তাঁরা ।তাঁদের স্মরণানুষ্ঠান যত বাড়বে, হালের বাংলা কবিতার রুগ্ন স্বাস্থ্যের চিকিৎসা ততই সহজ, সহজতর হয়ে উঠবে।
আজ শক্তি চট্টোপাধ্যায়ের জন্মদিনে, অনুষ্ঠানের সভামুখ্য ব্রাত্য বসু, নিঃসন্দেহে প্রাণচঞ্চল আর নিঃসময়ের কবিকে নিয়ে নতুন কথা শোনাবেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!