Advertisement
  • এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • জানুয়ারি ৫, ২০২৪

সৃষ্টি সুখের উল্লাসে মেতে উঠল হলদিয়া । দেশের বৃহত্তম লিটারারি ফেস্টের সূচনায় লক্ষণ শেঠ । মননে জাগ্রত তমালিকার স্মৃতি ।

আরম্ভ ওয়েব ডেস্ক
সৃষ্টি সুখের উল্লাসে মেতে উঠল হলদিয়া । দেশের বৃহত্তম লিটারারি ফেস্টের সূচনায় লক্ষণ শেঠ । মননে জাগ্রত তমালিকার স্মৃতি ।

বন্দর নগরী হলদিয়া আজ কার্যত উৎসব নগরে উদ্দীপ্ত। বিশ্ব বঙ্গ আনন্দে বিগলিত। ভারত, বাংলাদেশ আর দুনিয়ার নানা শহর থেকে চার শতাধিক কবি, লেখক, চিত্রকর, নাট্য আর নৃত্য শিল্পী জড়ো হয়েছেন বিশ্ব বাংলা সাহিত্য ও সংস্কৃতি উৎসবের বিস্তৃত চত্বরে। হলদিয়ার ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স প্রাঙ্গনে। উৎসবকে ঘিরে উপচেপড়া আমজনতার উচ্ছ্বাসে ম্লান শীতের পারদ, গোটা বন্দর এলাকা জুড়ে মৃদু হাওয়া আর ভারি মিষ্টি উষ্ণতা। প্রকৃতিও সৃষ্টির উল্লাসে একাত্ম, আত্ম নিবেদিত।

এরকম মুখরিত আবেগ আর সৃজনান্দ কণ্ঠৈ নিয়ে আজ দুপুরে, ভারতের সম্ভবত বৃহত্তম সাহিত্য সংস্কৃতি উৎসবের উদ্বোধন করলেন প্রাক্তন সাংসদ, আই কেয়ার-এর চেয়ারম্যান ডক্টর লক্ষণ চন্দ্র শেঠ। সূচনা পর্বের একদিকে ঝলমলে ছবিতে তখন মিটমিট করে হাসি ছড়াচ্ছেন স্মৃতির তমালিকা পণ্ডাশেঠ । তমালিকাকে সজল নয়নে দেখতে দেখতে সিক্ত উচ্ছারণে লক্ষণ বাবু বললেন, এই উৎসব শুরু করে ছিল সে, মৃত্যুর পরেও আমাদের কর্মে আর মর্মে, তার আরব্দ কাজে কান্না হাসির দোলা সে আর থামতে দিল না যে। উদ্বোধনী সভা হঠাৎ গম্ভীর,অশ্রুময়, পাশাপাশি মেতে উঠল স্মৃতিচারণের আনন্দে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!