- দে । শ ন | ন্দ | ন | চ | ত্ব | র
- অক্টোবর ২০, ২০২৩
“বিশ্ব বাংলা শারদ সম্মান” -এর বিচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ও সুর করা সুরুচি সংঘের থিম সং এবারের সেরার সম্মান ছিনিয়ে নিল
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সুরুচি সংঘের পুজোর থিম সং লিখেছেন ও সুর দিয়েছেন। কলকাতা ও শহরতলির পুজোগুলির মধ্যে সেরা থিম সং ক্যাটেগরিতে “বিশ্ব বাংলা শারদ সম্মান” জিতে নিয়েছে সুরুচি সংঘের থিম সং। উল্লেখ্য, এবারের সুরুচি সংঘের পুজোর থিম সং স্পেন থেকে লিখে পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং গানের রেকর্ডিং স্পেন থেকে শুনে অনুমোদন দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল। গানের কথা:”তোমার একই অঙ্গে এতো রূপ দেখিনি কখনও আগে।”
পঞ্চমীর রাতে ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’-এর তালিকা প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ সরকার। শহর ও শহরতলির মোট ১০৪টি দুর্গাপুজো কমিটিকে “বিশ্ব বাংলা শারদ সম্মান’ পুরস্কার দেওয়া হয়েছে। বিভিন্ন ক্যাটেগরিতে বাছাই করা পুজো কমিটিগুলিকে স্বীকৃতি দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। “বিশ্ব বাংলা শারদ সম্মান”-এ সেরার সেরা ক্যাটেগরিতে এবার জায়গা করে নিয়েছে সুরুচি সংঘের দুর্গা পুজো। এর পাশাপাশি কলকাতা ও শহরতলির পুজোগুলির মধ্যে সেরা থিম সং ক্যাটেগরিতেও “বিশ্ব বাংলা শারদ সম্মান” ছিনিয়ে নিয়েছে সুরুচি সংঘ, যে গানের কথা ও সুর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ২০১৩ সাল থেকে রাজ্য সরকার ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’ দেওয়া শুরু করেছে। শহর ও শহরতলির বিভিন্ন বড় পুজো মণ্ডপগুলিকে একাধিক মাপকাঠির ভিত্তিতে স্বীকৃতি দেওয়া হয়। এবারও সেরা মণ্ডপ, সেরা প্রতিমা, সেরা পরিবেশবান্ধব পুজো, সেরা ভাবনা, সেরা থিম সং-সহ একাধিক ক্যাটেগরিতে বিভিন্ন পুজো কমিটিগুলিকে পুরস্কৃত করা হয়েছে।
রাজ্য সরকার এই পুরস্কারের জন্য একটি বিচারকমণ্ডলী তৈরি করে। সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে বিশিষ্টজনদের নিয়ে বিচারকমণ্ডলী তৈরি হয়। সেই বিচারকমণ্ডলীই বিভিন্ন মাপকাঠি বিচার করে কোন কোন পুজো কমিটিকে স্বীকৃতি দেওয়া হবে, সেই তালিকা তৈরি করে।
❤ Support Us