- দে । শ
- মার্চ ২, ২০২৩
ত্রিপুরা, নাগাল্যাণ্ডে জয়ী বিজেপি জোট। মেঘালয়ে ত্রিশঙ্কু। ত্রিপুরায় খালি হাতে ফিরল ঘাস-ফুল শিবির
ত্রিপ্রা মথা একাই ১২। লাল-হাতে উচ্ছ্বাস, ১৫ আসন জয়ের পথে বাম-কং। পদ্ম ঝুলিতে ৩৪ ।
চিত্র : ইন্টারনেট
ত্রিপুরায় যৎসামান্য ভোটে জিতলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আগরতলা আসনে জয়ী হলেন কংগ্রেসের সুদীপ রায় বর্মন। জয়ী সিপিএম নেতা জিতেন চৌধুরী সাব্রুম আসনে। জিতলেন বিজেপি প্রার্থী রতন লাল নাথ। ত্রিপুরায় ৬০ আসনের মধ্যে বিজেপির দাপট কমেছে। কমেছে প্রাপ্ত ভোটের হার, বেড়েছে বামফ্রন্ট এবং কংগ্রেসের। ত্রিপ্রা মথার সাফল্য নতুন দৃষ্টান্ত। ১৩ আসনে জয়ী হয়ে প্রধান বিরোধী দলের মর্যাদা পেল প্রদ্যোত বিক্রমমাণিক্য দেবের দল। তৃণমূল শূন্য। ভোটের হার কতটা বাড়বে, বলা মুশকিল। তবে, বিজেপি সরকার গড়বে, এরকম ইঙ্গিত নিশ্চিত।
তৃণমূলের সম্মান খানিকটা অটুট রাখল মেঘালয়। ৫ আসনে জয় লাভ করল তারা । দাপট বজায় রাখল এনপিপি। তাদের প্রাপ্ত আসন ২৫। বিজেপি ৩ আসনে জয়ী। ভালো অবস্থায় রয়েছে ইউডিপি। তাদের ঝুলিতে ১১। অন্যান্যরা ১০। ভোট শতাংশের নিরিখেও অন্য দুই জাতীয় দলকে টেক্কা দিল মমতার দল। তাদের প্রাপ্ত ভোটের হার ১৩.৭ শতাংশ। বিজেপি ও কং যথাক্রমে ৯.৩ ও ১৩.২ শতাংশ। এরকম পরিস্থিতি বজায় থাকলে মেঘালয়ে ত্রিশঙ্কু অবস্থা তৈরি হলেও সরকার গড়বে এনপিপি।
৬০ আসনের নাগাল্যাণ্ডে বিজেপি জোটের নিশ্চিত জয়। বিজেপি ১২ এবং এনডিপিপি ২৪ আসনে জয়ী হয়েছে। এনসিপি ৭ ও এনপিএফ ২ আসনে জয়লাভ করেছে। তবে, কংগ্রেস পুরোপুরি শূন্য। মেঘালয়েও তাদের স্বপ্ন বিপর্যস্ত। তার মানে, মেঘালয় ছাড়া সীমান্তবর্তী দুই রাজ্যে অটুট থাকবে ডবল ইঞ্জিনের ক্ষমতা। মেঘের দেশে রেল নেই, ডবল ইঞ্জিনও গরহাজির। তৃণমূলের উপস্থিতিতে গারো পাহাড় পুরোপুরি হাতছাড়া। শিলংও মুখ ফেরাল, লজ্জা খানিকটা ঢেকে রাখল জয়ন্তী জনগোষ্ঠীর বসত অঞ্চল।
❤ Support Us