Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ১৬, ২০২৪

অভিষেক বিরুদ্ধে গেরুয়া আস্থা অভিজিৎ, চতুর্মুখী লড়াই এবার ডায়মন্ড হারবারে

আরম্ভ ওয়েব ডেস্ক
অভিষেক বিরুদ্ধে গেরুয়া আস্থা অভিজিৎ, চতুর্মুখী লড়াই এবার ডায়মন্ড হারবারে

ডায়মন্ড হারবার লোকসভা আসনে অভিজিৎ দাসের নাম ঘোষণা করেই, বাংলার ৪২ আসনে নিজেদের পার্থী তালিকা সম্পূর্ণ করল রাজ্য বিজেপি । বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল, শেষ পর্যন্ত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করল বিজেপি৷

অভিষেকের বিরুদ্ধে আগেই প্রার্থী ঘোষণা করেছিল আইএসএফ এবং বামেরা । অবশেষে সেই তালিকায় নয় সংযোজন গেরুয়া শিবিরের । ফলে এই কেন্দ্রে চতুর্মুখী লড়াই জমে উঠল । ডায়মন্ড হারবার আসনে লোকসভা নির্বাচন সপ্তম দফায়, অর্থাৎ পয়লা জুন ।

আরএসএস-এর বহু পুরনো কর্মী অভিজিৎ দাস ওরফে ববি । বিভিন্ন সময়ে ভারতীয় জনতা পার্টি এবং সঙ্ঘের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন । ডায়মন্ড হারবারে দীর্ঘদিন ধরে বিজেপির সাংগঠনিক কাজ করছেন৷ববি ২০১৪ সালের লোকসভা নির্বাচনেও  ডায়মন্ড হারবারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। প্রায় তিন লক্ষ ভোটে অভিষেক বন্দোপাধ্যায়ের কাছে পরাজিত হয়েছিলেন।এরপর ২০১৯ এ তাঁকে টিকিট দেয়নি দল । ২০২৪ এর নির্বাচনে  বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ অনেকই এই কেন্দ্রে জন্য অভিজিৎ দাসের নাম সুপারিশ করলেও আপত্তি তুলেছিলেন কেউ কেউ । অবেশেষে দীর্ঘ টালাবাহানার পর ২০২৪ সালে আবার ববির উপরেই আস্থা রেখেছে বিজেপি শিবির।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!