- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ১৬, ২০২৬
বাংলা পঞ্জিকা মেনেই বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচন, মাঘের প্রতিপদে মনোনয়ন, দ্বিতীয়ায় ঘোষণা
বাংলা পঞ্জিকার তিথি মেনেই বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হতে চলেছে। দলের সূত্রে খবর, আগামী সোমবার মাঘ শুক্ল পক্ষের প্রতিপদে মনোনয়ন জমা ও স্ক্রুটিনি হবে এবং পরের দিন মঙ্গলবার, মাঘ শুক্ল দ্বিতীয়ায় আনুষ্ঠানিকভাবে নতুন সভাপতির নাম ঘোষণা করা হবে। রাজনৈতিক মহলের মতে, মাস দুয়েকের মধ্যেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হওয়ার সম্ভাবনা থাকায়, বাংলার আবহ ও সাংস্কৃতিক বিশ্বাসকে গুরুত্ব দিয়েই এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
২০২৬ সালের ১৫ জানুয়ারি, বৃহস্পতিবার থেকে বাংলা ক্যালেন্ডারের দশম মাস মাঘের সূচনা হয়েছে। লক্ষ্মীবারে শুরু হওয়া এই মাসে, পৌষ জুড়ে মল মাস পালনের পর আবার তিথি মেনে শুভ কাজের আয়োজন শুরু হয়। মাঘ মাস বাঙালি হিন্দু সমাজে অত্যন্ত শুভ বলে বিবেচিত—এই মাসেই পূজিত হন দেবী সরস্বতী। বিজেপির এক রাজ্য নেতার কথায়, “বাঙালি হিন্দুদের কাছে মাঘ মাস শুভ। এই মাসে নতুন সভাপতি নির্বাচিত হলে দলের শ্রীবৃদ্ধি হবেই, যার প্রভাব বাংলার ভোটেও পড়বে।”
প্রথা অনুযায়ী, বিজেপির জাতীয় সভাপতি নির্বাচন সাধারণত বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই হয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না বলেই ইঙ্গিত। একমাত্র প্রার্থী হিসেবে বিজেপির সভাপতি পদে মনোনয়ন জমা দিতে চলেছেন বর্তমান কার্যকরী সভাপতি নিতিন নবীন। আগামী ১৯ জানুয়ারি, সোমবার প্রতিপদে দুপুর ২টো থেকে বিকেল ৪টার মধ্যে তিনি মনোনয়ন জমা দেবেন। তার আগে, ১৬ জানুয়ারি শুক্রবার প্রকাশিত হবে ভোটার তালিকা।
দলীয় সূত্রে জানা গিয়েছে, নিতিন নবীনের নামে মোট তিন সেট মনোনয়ন জমা পড়বে। প্রথম সেটে স্বাক্ষর করবেন ২০টিরও বেশি রাজ্যের বিজেপি সভাপতিরা। দ্বিতীয় সেটে প্রস্তাবক হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের মতো কেন্দ্রীয় নেতৃত্ব। তৃতীয় সেটে নিতিনের নাম প্রস্তাব করবেন দলের জাতীয় পরিষদের সদস্যরা।
সোমবার মনোনয়ন জমা পড়ার পরই স্ক্রুটিনি প্রক্রিয়া সম্পন্ন হবে। বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সময় নির্ধারিত রয়েছে। যদিও বিজেপি সূত্রের মতে, নিয়মরক্ষার জন্যই এই সময় রাখা হয়েছে—কারণ নিতিন ছাড়া অন্য কোনও প্রার্থীর মনোনয়ন জমা পড়ার সম্ভাবনা নেই। মনোনয়ন ও স্ক্রুটিনি পর্ব শেষ হলে দলীয় নির্বাচনী আধিকারিক সাংবাদিক বৈঠক করবেন। এর পর মঙ্গলবার, নয়াদিল্লিতে বিজেপির সদর দপ্তর থেকে নতুন সভাপতির নাম ঘোষণা করা হবে।
৪৫ বছর বয়সে নিতিন নবীন বিজেপির সর্বকনিষ্ঠ সর্বভারতীয় সভাপতি হতে চলেছেন। তবে এতে দলের দ্বিতীয় সারির একাংশ নেতার মধ্যে অসন্তোষও তৈরি হয়েছে। তাঁদের আশঙ্কা, নিতিন সভাপতি হলে তথাকথিত তরুণ নেতৃত্বের প্রাধান্যে ধর্মেন্দ্র প্রধান, ভূপেন্দ্র যাদব, অশ্বিনী বৈষ্ণব, নির্মলা সীতারামনের মতো অভিজ্ঞ নেতারা গুরুত্ব হারাতে পারেন। ফলে নিতিনের সামনে বড় চ্যালেঞ্জ হবে এই দ্বিতীয় সারির নেতাদের ক্ষোভ প্রশমিত করা।
সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের কিছু দিনের মধ্যেই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ঘোষণা হতে পারে। এর মধ্যে অসম ও পুদুচেরি ছাড়া বাকি তিন রাজ্যে বিজেপির ক্ষমতায় আসা কঠিন বলেই রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গকেই ‘পাখির চোখ’ করেছে বিজেপি নেতৃত্ব। অতীতে একাধিকবার ‘বঙ্গ বিজয়ের’ চেষ্টা করেও ব্যর্থ হয়েছে পদ্মশিবির। নতুন সভাপতির নেতৃত্বে সেই বহুদিনের অধরা স্বপ্ন পূরণ হয় কি না, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।
❤ Support Us






