- দে । শ
- সেপ্টেম্বর ২২, ২০২৩
‘সবচেয়ে খারাপ অভিনেতার পুরস্কারটি নিঃসন্দেহে তাঁর’, কুলির পোশাক নিয়ে রাহুলকে কটাক্ষ গেরুয়া শিবিরের

রাহুল গান্ধি বৃহস্পতিবারই কুলিদের পোশাক পরে মোট বহন করেছিলেন। সেই ভিডিও প্রকাশ্যে এসেছে বৃহস্পতিবারই। এই নিয়ে এবার কংগ্রেস সাংসদকে খোঁচা বিজেপির। বিজেপি তাদের দলের এক্স হ্যান্ডেলে রাহুলকে বিঁধে একটি পোস্ট করেছে। তাতে লেখা হয়েছে, “রাহুল গান্ধির নতুন স্টান্ট আবার ফ্লপ হল। তবে এই রাজনৈতিক নাটকের সবচেয়ে খারাপ অভিনেতার পুরস্কারটি নিঃসন্দেহে তাঁর কাছে যায়..”, .সেই সঙ্গে অমিতাভ বচ্চন অভিনীত ছবি ‘কুলি’র পোস্টারে দেখা গেল রাহুলের মুখ। এই একই পোস্ট আবার শেয়ার করলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যও।
এর আগে ট্রাক চালক ও কৃষকদের সঙ্গে কথা বলতে গিয়ে তাঁদের কাজে হাত লাগাতে দেখা গিয়েছে কংগ্রেস সাংসদকে। কিন্তু এবার কুলির বেশে দিল্লির পথে হাঁটলেন কংগ্রেস সাংসদ। তাঁর পরনে ছিল কুলির জন্য নির্দিষ্ট লাল পোশাক, হাতে বাঁধা ছিল পিতলের ব্যাজ। মোট বওয়ার পাশাপাশি দিল্লির আনন্দ বিহারের কুলিদের সঙ্গে আড্ডায় মেতে উঠতে দেখা যায় রাহুলকে।
এই ভিডিও দেখেই বিজেপি যে ছবিটি এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছে সেখানে রাহুলের কাঁধে মোট হিসেবে দেখানো হয়েছে লাগেজে লেখা ‘দুর্নীতি’ ও ‘পরিবারতন্ত্র’। এই এক্স পোস্ট দেখে বোঝা যাচ্ছে বিজেপি তার চেনা রাস্তায় রাহুলকে আক্রমণ করে চলেছে। পাশাপাশি রাহুলের কাঁধে ঝোলানো ব্যাগটিতে লেখা রয়েছে ‘কংগ্রেস’। ছবির নির্মাতা ‘গান্ধি পরিবার’। সাম্প্রতিক অতীতে বারবার বিজেপি ‘পরিবারতন্ত্রে’র অভিযোগে কংগ্রেসকে আক্রমণ করেছে। এবারও আক্রমণের ধারা বদলায়নি বিজেপি।
Rahul Gandhi’s new stunt flopped, again. But the award for the worst actor in this political drama, undoubtedly, goes to him… pic.twitter.com/mFbavnO9cG
— BJP (@BJP4India) September 22, 2023
❤ Support Us