- Uncategorized এই মুহূর্তে দে । শ
- মে ২৫, ২০২৪
পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ, ধর্নায় অভিজিৎ গাঙ্গুলি

ষষ্ঠ দফা ভোট চলাকালীন ধর্নায় বসলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কোথাও বুথ জ্যাম সংক্রান্ত অভিযোগ থাকলেই সেখানে সঙ্গে সঙ্গে দৌড়চ্ছেন তিনি। হলদিয়া হোক বা নন্দকুমার, অশান্তির খবর কানে এলেই তিনি সঙ্গে সঙ্গেই পৌঁছে যাচ্ছেন সেখানে। বিক্ষোভের মুখেও পড়েছেন কিছু এলাকায়।
ময়নার বিধায়ক অশোক দিন্দার বাড়িতে তার সহকারি গৌতম কুণ্ডুর বাড়িতে পুলিশের অভিযানের সংবাদ পাওয়া মাত্র সেখানে দৌড়েছেন তিনি। ভোটের আগেরদিন শুক্রবার রাত থেকে নিখোঁজ গৌতম । তাঁর পরিবার অভিযোগ করেছেন, তাঁকে অপহরণ করা হয়েছে। পুলিশের কাছে অভিযোগ এলেও তাতে কর্ণপাত করেনি তারা।
তাই পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ধর্নায় বসেছেন তমলুকের বিজেপি প্রার্থী । এই সংক্রান্ত আরও খবর পরবর্তীকালে আসার কথা রয়েছে। তাই বিস্তারিত বিবরণের জন্য সময় চেয়ে নেওয়া হচ্ছে পাঠকের কাছ থেকে।
❤ Support Us