Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • জুন ৩০, ২০২২

এখন মুম্বই নয়, বিদ্রোহী বিধায়কের বার্তা বিজেপি প্রধান চন্দ্রকান্ত পাটিলের, কারণ ঘিরে প্রবল গুঞ্জন মহারাষ্ট্রে

আরম্ভ ওয়েব ডেস্ক
এখন মুম্বই নয়, বিদ্রোহী বিধায়কের বার্তা বিজেপি প্রধান চন্দ্রকান্ত পাটিলের, কারণ ঘিরে প্রবল গুঞ্জন মহারাষ্ট্রে

মহারাষ্ট্রে ‘অপারেশন কমল’ সফল। আরও একটি নির্বাচিত সরকার ফেলতে ‘সফল’ বিজেপি! বুধবার রাতে উদ্ধব ঠাকরে ইস্তফা দিতেই বিজেপি পার্টি অফিসে মিষ্টি বিতরণ শুরু হয়। দেবেন্দ্র ফড়নবিসের মুখে চওড়া হাসি ছড়িয়ে পড়ে । সব ঠিক থাকলে আড়াই বছরের ব্যবধানে তিনিই আবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন। শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের পদত্যাগের পর আবেগঘন টুইট করে লিখেছেন, “মুখ্যমন্ত্রী (উদ্ধব ঠাকরে) শালীনভাবে পদত্যাগ করেছেন। আমরা একজন বিচক্ষণ এবং শালীন মুখ্যমন্ত্রীকে হারিয়েছি।’ রাউত বলেছেন প্রতারকদের কখনই শেষ ভালো হয় না ইতিহাস তার প্রমাণ। এটি শিবসেনার বিশাল জয়ের সূচনা। আমরা লাঠির সামনে দাঁড়াব, জেলে যাব কিন্তু বালাসাহেব ঠাকরের শিবসেনাকে বাঁচিয়ে রাখব। নিজেদের লোকেরাই পিঠে ছুরি মেরেছে। কিন্তু ক্ষমতার জন্য শিবসেনার জন্ম হয়নি। ক্ষমতার জন্ম হয় শিবসেনার জন্য। আমরা আবার ঘুরে দাঁড়াব।’ সঙ্কটের মুহূর্তে উদ্ধবের পাশে থাকার জন্য এনসিপি প্রধান শরদ পওয়ার এবং কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।

মানুষের দ্বারা নির্বাচিত উদ্ধব সরকার ফেলার ‘লক্ষ‌্যপূরণ’ হতেই নতুন সরকার গড়তে উঠেপড়ে লেগে পড়েছে বিজেপি । শোনা যাচ্ছে ১ জুলাই মুখ‌্যমন্ত্রী পদে শপথ নেবেন দেবেন্দ্র ফড়ণবিস। গুয়াহাটির হোটেলে থাকা শিণ্ডে শিবির এবং মহারাষ্ট্রের বিজেপি শিবির পরিস্থিতির দিকে নিবিড় নজর রাখছিল । রাতেই মুম্বইয়ের একটি হোটেলে বিজেপির পরিষদীয় কমিটির বৈঠকে আগামী দিনের রণকৌশল তৈরি করার পর রাজ্যপালের সঙ্গে দেখা করে আসেন ফড়নবিস।

অন‌্যদিকে, রায় ঘোষণার পরেই সিণ্ডে-সহ বিদ্রোহী বিধায়করা অসম থেকে গোয়া উড়ে আসেন। রাতে বিজেপি শাসিত প্রতিবেশী রাজ‌্য গোয়ার একটি পাঁচতারা হোটেলে উঠেছেন তাঁরা। সেখান থেকে তাঁদের সরাসরি মহারাষ্ট্র বিধানসভায় নিয়ে যাওয়া হবে বলেই ঠিক হয়েছে। যদিও মহারাষ্ট্র বিজেপির সভাপতি চন্দ্রকান্ত পাটিল তাঁদের অনুরোধ করেছেন, বৃহস্পতিবার মুম্বই না গিয়ে একেবারে শুক্রবার শপথের সময় যেতে। আসলে বিজেপি কোনওরকম ঝুঁকিই নিতে চাইছে না। শোনা যাচ্ছে দেবেন্দ্র ফড়নবিস ফর্মুলা সিক্স মেনে নতুন মন্ত্রিসভা সাজাবেন। অর্থাৎ ৬ জন বিধায়ক পিছু একজন করে মন্ত্রী। এই মুহূর্তে নির্দল এবং প্রহার পার্টি মিলিয়ে একনাথ সিণ্ডে শিবিরের বিধায়ক সংখ্যা পঞ্চাশের আশেপাশে। তাঁদের মধ্যে ৮ জন মন্ত্রী রয়েছেন। তাঁদের প্রত্যেককেই আবার মন্ত্রী করা হবে। এছাড়াও আরও দুই প্রতিমন্ত্রী পেতে পারে শিব সেনা। আর বিদ্রোহীদের নেতা একনাথ সিণ্ডেকে করা হতে পারে উপমুখ্যমন্ত্রী।

বিদ্রোহী বিধায়কদের জন্যই বিজেপির লক্ষ্যপূরণ হয়েছে। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে পদত্যাগ করতে হয়েছে। যদিও উদ্ধবের পদত্যাগে বিদ্রোহী শিবিরের অনেকেই যেন খুশি নন। বিদ্রোহী শিবিরের এক বিধায়ক বলছিলেন, আমাদের লড়াই ছিল এনসিপি এবং কংগ্রেসের বিরুদ্ধে। সেই লড়াইয়ে আমরা নিজেদের নেতার বিরুদ্ধেই লড়াই করে ফেললাম। আমরা শিব সেনা ছেড়ে যাব না। হাওয়ায় গুঞ্জন ভাসছে, শোনা যাচ্ছে বিদ্রোহী শিবিরের অনেক বিধায়কই নাকি এখনও উদ্ধব ঠাকরেকেই নিজেদের নেতা বলে মনে করেন। তাঁরা আলাদা দল গড়ার বা উদ্ধবকে শিব সেনা থেকে বিতাড়িত করার পক্ষে নন। বরং তাঁরা চাইছেন, উদ্ধবের সঙ্গে সন্ধি করে নিতেই।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!