Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ২, ২০২৪

লুপ্ত ব্রিজভূষণের প্রার্থী পদ, টিকিট পেলেন পুত্র

আরম্ভ ওয়েব ডেস্ক
লুপ্ত ব্রিজভূষণের প্রার্থী পদ, টিকিট পেলেন পুত্র

জল্পনা চলছিল। লোকসভা ভোটে এবার টিকিট মিলল না উত্তরপ্রদেশের কাইজারগঞ্জ থেকে ছ’বার নির্বাচিত বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং-এর। তাঁর বদলে প্রার্থী করা হল তাঁর ছেলে করণভূষণ সিংকে।প্রবল বিক্ষোভের মুখে পড়ে কুস্তিগিরদের যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত ভারতের  কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রধান ব্রিজভূষণের বিরুদ্ধে  এখনও আদালতে  মামলা  ঝুলছে।   উত্তরপ্রদেশের জাঠ  বলয়ের অস্মিতাকে মাথায় রেখে  পুত্র করণভূষণ সিংকে টিকিট দিয়েছে গেরুয়া শিবির। করণভূষণ এখন উত্তরপ্রদেশের কুস্তি সংস্থার প্রধান ও নবাবগঞ্জের সমবায় ব্যাঙ্কের সভাপতি।
একজন নাবালিকা সহ মোট ৭ কুস্তিগির ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ  জানালে তা নিয়ে উত্তাল হয়ে ওঠে  দেশ। এরপরই  ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দিল্লির  যন্তর মন্তরে ভিনেশ ফোগাট, সাক্ষী মালিক এবং বজরং পুনিয়া সহ ভারতের শীর্ষ  অলিম্পিক পদকজয়ী  কুস্তিগীররা জড়ো হয়েছিলেন। তাঁদের প্রতিবাদে নড়ে ওঠে আন্তর্জাতিক মঞ্চ।

সব অভিযোগ প্রমাণিত হলে তিনি গলায় দড়ি দেবেন,  জানিয়েছেন ব্রিজভূষণ। তবুও, যতক্ষণ না পর্যন্ত তিনি নিজেকে নির্দোষ না প্রমান করতে পাচ্ছেন ততদিন তাঁকে সংসদের লড়াইয়ের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছে দল। কাইজারগঞ্জে লোকসভা ভোট আগামী ২০ মে ।
কাইজারগঞ্জের বিদায়ী  সাংসদ রাজনৈতিক বিপর্যয়ের জন্য  সংবাদমাধ্যমের একাংশকে দায়ী করেছেন। বলেছেন, সংবাদমাধ্যমের দুশ্চিন্তা করার কিছু নেই। আমাকে প্রার্থী পদ থেকে বঞ্চিত করার পেছনে তাঁদের হাত আছে।

প্রসঙ্গত, দেশজুড়ে এবার সাত দফায় লোকসভা নির্বাচন হচ্ছে। ১৯ এপ্রিল এবং ২৬ এপ্রিল, দু’দফার ভোট ইতিমধ্যেই শেষ। তৃতীয় ধাপে ৭ মে, চতুর্থ ধাপে ১৩ মে, পঞ্চম ধাপে ২০ মে, ষষ্ঠ ধাপে ২৫ মে এবং সপ্তম ধাপে ১ জুন ভোটগ্রহণ হবে। মোট ৪৩ দিনের নির্বাচন প্রক্রিয়ায় ফলাফল ঘোষণা  ৪ জুন। ব্রিজভূষণ যাই বলুন না কেন , দল নিঃশব্দে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। কৌশলে তাঁর স্থাপিত আসন তুলে দিয়েছে ছেলের হাতে। বিজেপিতে এই ধরণের ঘটনা বিরল। ‘মি টু’ অভিযোগে মন্ত্রিত্ব হারিয়েছিলেন কৃতী সাংবাদিক, সাংসদ এম জে আকবর।নানারকম রটনায় দাগ পড়েছে আরও অনেকের ভাগ্যে। কিন্তু ব্রিজভূষণের মতো কেউই সরাসরি দলীয় সিদ্ধান্তের শিকার হননি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!