Advertisement
  • এই মুহূর্তে
  • এপ্রিল ৪, ২০২২

বগটুইকাণ্ডে নিহতদের পরিবারকে চাকরি দিয়ে মমতা: বিজেপি বোকা, সিপিএম দেয় ধোঁকা, কংগ্রেস ওদের পোকা ।

আরম্ভ ওয়েব ডেস্ক
বগটুইকাণ্ডে নিহতদের পরিবারকে চাকরি দিয়ে মমতা: বিজেপি বোকা, সিপিএম দেয় ধোঁকা, কংগ্রেস ওদের পোকা ।

সোমবার বগটুইকাণ্ডে নিহতদের পরিবারকে ভার্চুয়াল বৈঠক করে চাকরি দিলেন মমতা এবং এক যোগে রাজ্যের তিন বিরোধী দলকে কটাক্ষ করে বললেন, বিজেপি বোকা, সিপিএম দেয় ধোঁকা। আর কংগ্রেস, সিপিএম-বিজেপির পোকা।’বিরোধীদের উদ্দেশ্যে মমতার মন্তব্য, আমার শাড়িতে কবে কালি দেওয়া হবে, সে পরিকল্পনা আমরা জেনে যাই । জানে কী ভাবে মোবিল ঢালতে হয় তা মমতা বন্দ্যোপাধ্যায় জানে । কাউকে মেরে তাঁর মরদেহ নিয়ে নবান্ন অভিযান হচ্ছে, এসব প্ল্যানিং করতে বারণ করুন। সবকিছু আমাদের কানে আসে। ‘

কেন্দ্রের সমালোচনা করে মমতা বললেন, মাননীয় চিফ জাস্টিস বলেছেন, ইডি, সিবিআইকে ব্যবহার করা হচ্ছে । আমি তাঁর বয়ানই রিপিট করছি। বিরোধী দল হলে অতি সক্রিয়, আর সরকারি হলে অতি নিষ্ক্রিয়! এখন অনেক মিথ্যে ভাইরাল হয়ে যাচ্ছে। যাতে দেশের ক্ষতি রয়, রাষ্ট্রের ক্ষতি হয়। আমরা তা করি না ।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!