- দে । শ প্রচ্ছদ রচনা
- মে ৩১, ২০২৩
সর্বজ্ঞানীরা ঈশ্বরকেও দুনিয়াদারির পাঠ শেখান, ঘৃণা আর ঔদ্ধত্যই দিয়েই দেশ পরিচালনা করতে চায় তাঁরা।মার্কিন সফরে বিজেপিকে রাহুলের শ্লেষ

ইংল্যান্ডের পর মার্কিন সফরে পৌঁছেও সেই একই ভঙ্গি ও ভাষায় কংগ্রেস নেতা রাহুল গান্ধি বুধবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন। রাহুল গান্ধি বললেন, “গেরুয়া পার্টি ভারতের মানুষকে হুমকি দিচ্ছে এবং সরকারি সংস্থার অপব্যবহার করছে।”
কংগ্রেস নেতা রাহুল গান্ধি সান্তা ক্রুজের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে তাঁর ভাষণে বলেন বিজেপির সঙ্গে কংগ্রেস-সহ বিরোধীদের মূল ফারাক কী। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘যদি আপনার বিশ্বাস থাকে রাগ, ঘৃণা আর ঔদ্ধত্যে, তাহলে আপনি নিজেকে বিজেপির সভায় খুঁজে পাবেন, আর আপনি মন কি বাত শুনবেন।’’ এর পরেই সরাসরি কটাক্ষ ছুড়ে দিয়ে রাহুল বলেন, ‘‘আমাকে উদ্যোক্তারা আপনাদের করা প্রশ্নের জবাব দিতে বলছেন। এটাও কিন্তু বিজেপিতে হবে না। সেখানে কোনও প্রশ্নের বালাই নেই, শুধু উত্তরের ছড়াছড়ি!’’
রাহুল গান্ধি বলেন, ‘‘আমার মনে হয়, আপনি যদি নরেন্দ্র মোদিকে ঈশ্বরের সামনে বসিয়ে দেন, তাহলে মোদিজি ঈশ্বরকেই বোঝানো শুরু করে দেবেন এবং বলবেন কী করে দুনিয়া চলছে ! এবং ঈশ্বর অবাক হয়ে ভাবতে বসবেন, আমি কী পৃথিবী বানালাম ! এটা খুবই হাস্যকর একটি ব্যাপার, কিন্তু এটাই বাস্তব। এমন কিছু গোষ্ঠী আছে যাঁরা সর্বজ্ঞানী। তাঁরা বিজ্ঞানীকে বিজ্ঞান বুঝিয়ে দিচ্ছেন, ইতিহাসবিদকে ইতিহাস পড়িয়ে দিচ্ছেন, এমনকি সেনাবাহিনীকে যুদ্ধ করাও শিখিয়ে দিচ্ছেন।এঁরা আসলে কিছুই জানেন না। জীবনে আপনি কিছুই বুঝতে পারবেন না, যদি না আপনি অন্যের কথা শুনতে তৈরি থাকেন।’’
এদিনের সভা থেকে ভারতের বিরোধী দলের দল নেতা আরো বলেন, যে ভারত জোড়ো যাত্রা বন্ধ করার জন্য বিজেপি সরকার যা যা করতে পারে তার সব চেষ্টা করেছিল, কিন্তু এর পরেও ভারত জড়ো যাত্রার প্রভাব ক্রমেই বেড়েছে। “ভারত জোড়ো যাত্রা শুরু হয়েছিল মানুষের সাথে সংযোগ স্থাপনের জন্য কিন্তু বিজেপি এবং আরএসএস সর্বত ভাবে চেষ্টা করেছে সেই যাত্রাকে ভন্ডুল করার জন্য। অর্থাৎ ভারত জড়ো যাত্রায় যে তাঁকে ও তাঁর দল কংগ্রেসকে পূর্ণমাত্রায় বিজেপি-আরএসএস বিরোধিতা করেছে সেই বিষয়টি বিদেশের মাটিতে দাঁড়িয়ে প্রবাসী ভারতীয়দের সামনে তিনি স্পষ্ট ভাবে তুলে ধরেন। তাঁর এই ভাষণের মধ্য দিয়ে তিনি ভারতে বিজেপি শাসনের আসল কাজকর্মগুলি কি? বিজেপি সরকার মানুষের ওপর কতটা রাগ, ঘৃণা এবং অহংকারের দাপট দেখাচ্ছে সেটা তুলে ধরেছেন।
দশ দিনের আমেরিকা সফরে গিয়েছেন রাহুল। স্যান ফ্রান্সিসকো হয়ে তিনি যাবেন ওয়াশিংটন ডিসি। সফরের শেষ গন্তব্য নিউ ইয়র্ক। রাহুলের গত বিদেশ সফর নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছিল। তখন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব পুত্র গিয়েছিলেন ইংল্যান্ড সফরে। সেখানে রাহুল বলেছিলেন দেশের গণতন্ত্রের বাস্তব অবস্থার কথা। সে নিয়ে বিজেপির অভিযোগ ছিল, রাহুল ভারতের একজন জনপ্রতিনিধি হয়ে কী করে বিদেশে ভারতীয় গণতন্ত্রকে কালিমালিপ্ত করতে পারেন! কেননা সেই সময় রাহুলের সাংসদ পদ খারিজ হয়নি। যদিও রাহুল বিজেপির আক্রমণ নিয়ে কোনও জবাব দেননি। এ বার রাহুলের আমেরিকা সফরও শুরু হল মোদি সরকারের সমালোচনা দিয়ে। এবারও যে বিজেপি-আরএসএস রাহুলের বিরুদ্ধে প্রতিবাদের অস্ত্রে শান দেবে তাতে কোনও সন্দেহ নেই। কেননা এবার মার্কিন মুলুকে পৌঁছেই রাহুল গান্ধি সরাসরি বিজেপি-আরএসএস-মোদি সরকারের বিরুদ্ধে বলা শুরু করেছেন। ভারতের একমাত্র জাতীয়তাবাদি দল বলে বিজেপি নিজেদের ঘোষণা করে, তারা মনে করে নরেন্দ্র মোদি দেশাত্মবোধ ও জাতীয়তাবোধের সমার্থক। তাই তারা কি রাহুল গান্ধিকে ছেড়ে দেবে?
❤ Support Us