- এই মুহূর্তে দে । শ
- জুন ৪, ২০২৪
‘বোল্ড’ দিলীপ

দিলীপ ঘোষের ‘অপরাজেয়র’ তাজ কেড়ে নিল বর্ধমান-দুর্গাপুর। তৃণমূলের কাছে গোহারা হয়ে চুপিচুপি গণনা কেন্দ্র থেকে চলে যান এই দাপুটে পদ্মপ্রার্থী। আভাস মিলেছিল দিন তিনেক আগে। এর আগে ভোটের প্রচারে বেরিয়ে মাঝেমাঝেই পাড়ার ক্রিকেটে ঢুকে পড়তেন। ব্যাট হাতে অনায়াসে চার-ছক্কা হাঁকাতেন। আর বুক ঠুকে বলতেন, এরকম করেই তৃণমূলকে মাঠের বাইরে পাঠিয়ে দেব। দিন তিনেক আগে গণনার জন্য বৈঠক করতে এসে এমনই একটি পাড়ার ক্রিকেটে ঢুকে ব্যাট হাতে দাঁড়াতেই প্রথম বলেই বোল্ড হয়ে যান দিলীপ। মঙ্গলবার বিকেলের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইউআইটি ভবনের গণনা কেন্দ্র এবার নির্বাচনী ময়দান থেকেই ‘বোল্ড’ করে দিল দিলীপকে। জিতলেন তৃণমূল প্রার্থী তিরাশির বিশ্বকাপ ক্রিকেট জয়ী ভারতীয় দলের সদস্য কীর্তি আজাদ। জয়ের ব্যবধান ১ লক্ষ ৩৭ হাজার ৯৮১। এদিন বর্ধমান ইউ আই টি ভবনে বর্ধমান-দুর্গাপুর আসনের ভোট গণনায় বেলা যত বেড়েছে ততই কীর্তি আজাদের জয়ের ব্যবধান বেড়েছে।
মঙ্গলবার সকাল ১০টা নাগাদ দিলীপ ঘোষ গণনাকেন্দ্রে চলে আসেন। গণনাকেন্দ্রে ঢুকেই আত্মপ্রত্যয়ের সঙ্গে জানিয়ে দেন, জিতছি। কিন্তু বেলা যত গড়িয়েছে প্রত্যয় তত ফিকে হয়েছে। গণনা শেষে হতেই কীর্তি আজাদ ভিক্ট্রি চিহ্ন দেখিয়ে বলেন, দিলীপ ঘোষকে ছক্কা হাঁকিয়ে বাইরে পাঠিয়ে দিয়েছি। তবে গণনা শেষে আর দিলীপ দিলীপ ঘোষকে পাওয়া যায়নি। কার্যত চুপিচুপি গণনাকেন্দ্র ছাড়েন। এখন দেখার, সাংসদ পদ হারিয়ে দলের কোন কাজে তাঁকে ব্যবহার করেন উচ্চ নেতৃত্ব।
❤ Support Us