- এই মুহূর্তে
- মার্চ ৮, ২০২২
তৃণমূলে যোগ দিয়েই সহ-সভাপতি পদে জয়প্রকাশ। অনুমান, রাজ্য-বিজেপির সঙ্কট আরও বাড়বে ।

আজ নজরুল মঞ্চে মমতার উপস্থিতিতে তৃণমূলে যোগ দিয়েই দলের সহ-সভাপতি হলেন জয়প্রকাশ মজুমদার। প্রাক্তন বিজেপি নেতা। সম্প্রতি তাঁকে দল বিরোধী কাজের অভিযোগে বিজেপি থেকে বরখাস্ত করা হয় । বেশ কিছুদিন ধরে বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হচ্ছিল। একাধিকবার তিনি গোপনে শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক করেন । তখনই বোঝা যাচ্ছিল, বিক্ষুব্ধ বিজেপি নেতারা জোট বাঁধছেন । জয়প্রকাশের তৃণমূলে যোগদান এবং তাঁর হঠাৎ তৃণমূলের সহসভাপতির দায়িত্ব প্রাপ্তিতে রাজ্যের গেরুয়া শিবিরের কোন্দল আরও বাড়বে বলে অনুমান করা হচ্ছে । জয়প্রকাশ একসময় কংগ্রেস করতেন । মাঝারি স্তরের নেতা ছিলেন । বিজেপি তাঁকে গুরুত্ব দিয়েছিল, হালে দলকে নিয়ে নানা প্রশ্ন তোলার কারণে কোণঠাসা হয়ে পড়লেও চুপ থাকেন নি। রাজ্য নেতৃত্বের প্রকাশ্য সমালোচনা করেছেন। এবার তৃণমূলে যোগ দিয়ে বুঝিয়ে দিলেন তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড থামবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বহুত্ববাদকে জড়িয়ে জেগে থাকবেন ।
রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার আকার ইঙ্গিতে জানিয়ে দিয়েছেন, জয়প্রকাশকে দল থেকে বহিষ্কার করা হবে ।
ওয়াকিবহাল মহলের অনুমান, আরও বেশ কিছু বিজেপি নেতা জয়প্রকাশের পথে হাঁটবেন ।
❤ Support Us