- এই মুহূর্তে দে । শ
- এপ্রিল ৩০, ২০২৪
প্রচারে গিয়ে জনরোষে রেখা। বহিরাগতদের সঙ্গে নিয়ে এলাকায় উস্কানির অভিযোগ তৃণমূলের ।বাড়ল বিজেপি প্রার্থীর নিরাপত্তা

হাঙ্গামায় জখম দলীয় কর্মীকে দেখতে গিয়ে বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র গ্রাম বাসীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। রেখাকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। মহিলারা তাড়া করে কার্যত এলাকা ছাড়া করেন রেখা পাত্রকে। এর পরেই রেখার কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। রেখা পাত্রকে এক্স ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে। এবার থেকে ভোটের প্রচারে রেখাকে কেন্দ্রীয় জওয়ান পরিবৃত হয়ে থাকতে দেখা যাবে।
মঙ্গলবার সকালে বসিরহাট উত্তর বিধাসভা কেন্দ্রের রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের খড়িডাঙ্গা ১৮৯ নম্বর বুথ এলাকায় গিয়েছিলেন রেখা। সঙ্গে ছিলেন রাজ্য মহিলা নেত্রী অর্চনা মজুমদার ছিলেন। অর্চনা বলেন, ‘তৃণমূলের নেতা সমীর বাছাড়, তার ভাইপো বাবলু বাছাড়, মৃনাল বাছাড় রেখাকে হেনস্তা করে। তার জাত তুলে অপমান জনক কথা বলে। আমাদের কর্মীরা সেখানে প্রতিবাদ করতে গেলে রক্তাক্ত হয়েছেন।’ এই ঘটনায় বিজেপি মাটিয়া থানায় অভিযোগ দায়ের করেছে। নির্বাচন কমিশনেও তারা নালিশ জানাবে। সেখানে তৃণমূলের হাতে মার খেয়ে জখম দলীয় কর্মীর বাড়িতে দেখা করতে গিয়ে ছিলেন তিনি।
এলাকায় বিজেপির দেওয়াল লিখন নষ্ট করে দেওয়ার অভিযোগে দু’দিন আগে বিজেপি–তৃণমূলে মারামারি হয়। এই ঘটনায় কালিদাস বাছাড় নামে এক বিজেপি কর্মী আহত হয়। বিজেপির অভিযোগ, মাটিয়া থানা এলাকায় রেখা পাত্রের সমর্থনে দেওয়াল লেখার কাজ চলছিল। সেই সময় কয়েকজন তৃণমূল কর্মী এসে তার ওপর কালি ঢেলে দেয়। এনিয়ে দু’ দলের সমর্থকদের মধ্যে গন্ডগোল, মারামারি বেধে যায়। তাতে জখম হন কালিদাস বাছাড়। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিন আহত ওই বিজেপি কর্মীর বাড়িতে আসেন বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। সেখানে তিনি এসে এলাকার বাসিন্দাদের উদ্দেশ্যে ও এলাকার তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেন করেন বলে অভিযোগ। এলাকার তৃণমূলের কর্মীদের ‘দাঙ্গাবাজ’, ‘দুর্নীতিবাজ’ বলে তিনি মন্তব্য করেন। তখন এলাকার মহিলারা এর প্রতিবাদ করেন। রেখা মহিলাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। রেখা পাত্রকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার মানুষ। দু’পক্ষের বাদানুবাদ চলাকালীন এক মহিলার শাড়ি, ব্লাউজ ছিঁড়ে দেয় রেখা পাত্রের সঙ্গে থাকা এক বিজেপি কর্মী। এরপর ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকার বাসিন্দারা। তারপর এলাকার বাসিন্দারা রেখা পাথরকে ঘিরে লাঠিসোটা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। এমন কি রেখা পাত্রের সঙ্গে থাকা অর্চনা মজুমদার কেউ লাঠিপেটা করেন এলাকার ক্ষিপ্ত মহিলারা। এই পরিস্থিতি দেখে রেখার নিরাপত্তা রক্ষীরা দ্রুত রেখা পাত্রকে ওই এলাকা থেকে সরিয়ে নিয়ে যায়। তখন এলাকার ক্ষিপ্ত মানুষ গাছের ভাঙা ডাল, লাঠি,ইট নিয়ে রেখা পাত্রে গাড়ির পেছনে তাড়া করে। রেখার গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ে জনতা। ক্ষুব্ধ জনতা রাস্তা কাঠের গুড়ি ফেলে রেখার সঙ্গে থাকা অন্যান্য গাড়ির পথ আটকে দেয়। ধন্ধুমার পরিস্থিতি তৈরি হয় খড়িডাঙ্গার মাঝেরপাড়া এলাকায়।
রাজেন্দ্রপুর অঞ্চল সভাপতি সমীর বাছাড় বলেন, ‘দু’দিন আগের ঘটনা নিয়ে এলাকা উত্তপ্ত করতে আসেন বিজেপি প্রার্থী। বহিরাগতরা এসে এলাকার মহিলাদের সঙ্গে অশালীন আচরন করেছেন। এক মহিলার জামা কাপড় ছিঁড়ে দিয়ে শ্লীলতাহানি ঘটনো হয়েছে।’ সমীরবাবু বলেন, ‘এলাকার বহিরাগতদের সঙ্গে নিয়ে সন্দেশখালির মত উত্তেজনা তৈরি করতে উস্কানি দিতেই এদিন বিজেপি প্রার্থী চেষ্টা করেছেন। গ্রামবাসীরা সেটা রুখে দিয়েছেন।’
❤ Support Us