Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ফেব্রুয়ারি ৯, ২০২৪

খুনের আইনি অধিকার চাই, গেরুয়া নেতা ঈশ্বরাপ্পার মন্তব্য ঘিরে উষ্মা

আরম্ভ ওয়েব ডেস্ক
খুনের আইনি অধিকার চাই, গেরুয়া নেতা ঈশ্বরাপ্পার মন্তব্য ঘিরে উষ্মা

আবার বিতর্কের মুখে কর্ণাটকের প্রবীণ বিজেপি নেতা কেএস ঈশ্বরাপ্পা। তিনি এমন একটা আইনের দাবি জানিয়েছেন, যে আইনে কংগ্রেস সাংসদ ডিকে সুরেশ এবং বিধায়ক বিনয় কুলকার্নিকে হত্যা করতে সক্ষম হবেন৷ কংগ্রেসের এই দুই নেতাকে ‘‌বিশ্বাসঘাতক’‌ আখ্যা দিয়েছেন ঈশ্বরাপ্পা। তাঁর দাবি, সুরেশ ও বিনয় ভারতকে টুকরো টুকরো করতে চান।

দাভাঙ্গেরে জেলায় কর্ণাটক বিজেপির নতুন সভাপতি এবং পদাধিকারীদের শপথ গ্রহণ অনুষ্ঠানে ৭৫ বছর বয়সী ঈশ্বরাপ্পা বলেন, ‘‌এই ধরনের জনসভার মাধ্যমে আমি নরেন্দ্র মোদিজিকে জানাতে চাই যে, ডিকে সুরেশ এবং বিনয় কুলকার্নি এই দেশের বিশ্বাসঘাতক। তারা আপাতদৃষ্টিতে দেশকে টুকরো টুকরো করতে চায়। আমি একটি আইন প্রণয়নের পরামর্শ দিচ্ছি। যে আইন তাদের গুলি করে হত্যা করা যেতে পারে।’‌ ঈশ্বরাপ্পার এই বক্তৃতাটি বিভিন্ন মহলে সমালোচনার ঝড় তুলেছে। অনেকে এই ধরনের মন্তব্য নিয়ে প্রশ্ন তুলেছে।

আসন্ন লোকসভা নির্বাচনের জন্য ‘‌অন্যায়ভাবে তহবিল বরাদ্দ’‌ করছে বিজেপি। এই নিয়ে দিল্লিতে কর্ণাটক সরকারের পক্ষ থেকে ক্ষোভ জানানো হয়। এই ঘটনার পরই ঈশ্বরাপ্পার বিতর্কিত মন্তব্যটি করেন। ঈশ্বরাপ্পার পাল্টা অভিযোগ, কর্ণাটকের কংগ্রেস সরকার করদাতার টাকা খরচ করে প্রচার চালাচ্ছে। কংগ্রেস কর্মী কবিতা রেড্ডি ‘‌এক্স’‌ হ্যান্ডেলে লিখেছেন, ‘‌বেঙ্গালুরু পুলিশ আমাকে গ্রেপ্তার করত যদি আমি বলতাম যে কেএস ঈশ্বরাপ্পাকে জনসমক্ষে পিটিয়ে মেরে ফেলা উচিত। কিন্তু ডিকে সুরেশকে হত্যার দাবির জন্য ঈশ্বরাপ্পার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না। আইন আসলে ক্ষমতার উপর ভিত্তি করে তৈরি।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!